স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া গোল করে রোনালদোর রেকর্ড ভাঙার পথে ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়র তার ক্যারিয়ারে আরেকটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি সালজবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ৫-১ গোলের দুর্দান্ত জয়ে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে নিজের ১০০তম গোলটি করেছেন। এবার তার লক্ষ্য স্বদেশী রোনালদো নাজারিওর লস ব্লাঙ্কোসদের হয়ে সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতার রেকর্ড।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে রদ্রিগো প্রথমার্ধে দুইটি গোল করেন, যার একটি দুর্দান্ত ব্যাকহিল অ্যাসিস্ট থেকে আসে জুড বেলিংহামের পা থেকে। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে গোল সংখ্যা বাড়ান। এরপর ভিনিসিয়ুস তার জোড়া গোলের মাধ্যমে ম্যাচের সমাপ্তি ঘটান এবং রিয়াল মাদ্রিদের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেন।

মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ভিনিসিয়ুসের গোল এখন ১০১। রোনালদো নাজারিওর ১০৪ গোলের রেকর্ড ভাঙতে তিনি এখন মাত্র তিন গোল দূরে। রোনালদো ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত মাদ্রিদের হয়ে এই গোলসংখ্যা করেছিলেন।

ম্যাচ শেষে ভিনিসিয়ুস বললেন,

‘এই জার্সিতে গোল করতে পারা গর্বের। আমি রোনালদোর রেকর্ডের খুব কাছাকাছি। আশা করি, আমি আরও গোল করতে পারব।’

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে দুটি ফাইনালে গোল করার পাশাপাশি ভিনিসিয়ুসের ঝুলিতে রয়েছে তিনটি লা লিগা শিরোপাও। তবুও ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে তিনি কিছুটা অবাক।

‘প্রথমার্ধে আমার পারফরম্যান্স ভালো ছিল না বলে মনে হয়েছিল,’ বলেন ভিনিসিয়ুস। ‘রদ্রিগো বা জুড এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিল। তবে আমি গোল করেছি, ম্যাচ জিতেছি—এটাই বড় ব্যাপার।’

রদ্রিগো তার সতীর্থ বেলিংহামের প্রশংসা করে বলেন, ‘জুডের সঙ্গে খেলা অনেক সহজ। তার মুভমেন্ট আর পাস দুর্দান্ত। তার দ্বিতীয় অ্যাসিস্টটি ছিল অসাধারণ। আমি তার সঙ্গে খেলতে ভালোবাসি।’

কোচ কার্লো আনচেলত্তি দলের রক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে বেলিংহামের পিঠের চোট গুরুতর নয় বলেও জানান।

‘আমাদের আক্রমণভাগ নিয়ে কোনো সংশয় নেই। তবে প্রতিরক্ষা আরও উন্নত করতে হবে। আমরা দারুণ ছন্দে আছি, কিন্তু আমাদের কিছু খুঁটিনাটি ঠিক করতে হবে,’ আনচেলত্তি বলেন।

এখন প্রশ্ন হলো, ভিনিসিয়ুস কি তার আইডল রোনালদোর রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে পারবেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১০

রামপুরায় বাসে আগুন

১১

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৩

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৪

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৫

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৬

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৭

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৮

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৯

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

২০
X