গত সপ্তাহে সৌদি প্রো লিগ শুরু হয়েছে। অন্য বছরের তুলনায় এবারের লিগের আকর্ষণ ঢের বেশি। ইউরোপিয়ান লিগ মাতানো বিখ্যাত সব তারকা ফুটবলাররা পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমা, এনগোলো কন্তে, ফাবিনহা, রবার্তো ফিরমিনো, রুবেন নেভেসের মতো তারকারা যোগ দিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটির ফুটবল লিগে।
শুধু ইউরোপিয়ান লিগের তারকাদের দলে ভিড়িয়েই ক্ষান্ত হয়নি সৌদির ফুটবল কর্তারা। এবার বিশ্ববাসীকে সৌদি ফুটবল সম্পর্কে নতুন খবর দিয়েছে ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির ফুটবল কর্তারা ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে (উয়েফা) একটি প্রস্তাব দেবে। যাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল) সৌদির ফুটবল ক্লাব অংশ নিতে পারে।
দুটি আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে পারে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এশিয়ান চ্যাম্পিয়নস লিগ খেলতে পারে।
ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সৌদি আরবের ক্লাবের খেলার জন্য অনুমতি চাইবেন দেশটির ফুটবল কর্তারা। বিশেষ করে ‘ওয়াইল্ড কার্ড’-এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। তবে সেটি ২০২৪-২৫ মৌসুম থেকেই শুরু করতে চায় সৌদি আরব।
সৌদি আরবে ইউরোপের তারকারা যোগ দেওয়ায় প্রো লিগ নিয়ে ব্যাপক আগ্রহ বেড়েছে বিশ্ববাসীর। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম ও সাবস্ক্রিপশন টিভি চ্যানেলে দেখা যাবে নেইমার-রোনালদোদের খেলা।
উল্লেখ যে, উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইউরোপ মহাদেশের বাইরের কোনো ক্লাব অংশগ্রহণ করতে পারার নিয়ম নেই।
মন্তব্য করুন