কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন ক্লাবে আনুষ্ঠানিক চুক্তি সারলেন জামাল ভূঁইয়া

সোল দা মায়োতে যোগ দিলেন জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত
সোল দা মায়োতে যোগ দিলেন জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত

অবশেষে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োর সঙ্গে চুক্তি সেরে নিয়েছেন জামাল ভূঁইয়া। আজ রাতে চুক্তির আনুষ্ঠানিকতা সারেন এ মিডফিল্ডার। একদিন আগেই অবশ্য তিনি নতুন ক্লাবের হয়ে মেডিকেল পরীক্ষা করানোর ভিডিও পোস্ট করেছিলেন। জামাল ভূঁইয়ার আর্জেন্টিনার ক্লাবে যাওয়া নিয়ে একধরনের লুকোচুরি চলছিল অনেক দিন ধরেই। খবরটা ছড়িয়ে পড়ার পর জামাল নিজেই অস্বীকার করেছিলেন। তবে যা রটেছিল, শেষ পর্যন্ত তাই ঘটল। আনুষ্ঠানিক আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে আজ রাতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশ সময় শুক্রবার (১৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে জামালকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এই পরিচয় পর্বটি ফেসবুক লাইভে প্রকাশ করেছেন জামাল নিজেই।

ফেসবুক লাইভের শুরুতেই ক্লাবের ৬ নম্বর জার্সি হাতে জামালকে দেখা যায়। এ সময় তার সামনে দুই পাশে ছিল সাজিয়ে রাখা বাংলাদেশের পতাকা। লাইভের শুরুতে উচ্চ স্বরে মিউজিক বাজতেও শোনা যায়। ভাষাগত জটিলতার কারণে অবশ্য সে সময় জামাল নিজের অনুভূতি প্রকাশের জন্য দোভাষীর সাহায্য নেন। স্প্যানিশ ভাষায় করা প্রশ্নগুলোর উত্তরও জামাল দিয়েছেন সেই দোভাষীর সাহায্যে।

শুরুতে ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো স্বাগত জানান জামালকে। তিনি এ সময় বলেছেন, ‘জামাল এখানে আসায় তাকে অনেক ধন্যবাদ। জামাল এখানে আসায় আমরা খুব খুশি। জামালকে ক্লাবের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে।’

এ সময় জামালের লক্ষ্য কী জানতে চাইলে জামাল বলেছেন, ‘আমি এখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে, অনুসরণ করে। আমি এখানে আমার দক্ষতা দেখাতে এসেছি। আশা করি, আমি যদি ভালো করি, আরও দুই-তিনজন বাংলাদেশি এখানে আসতে পারবে। আমি ক্লাবকে আমার অভিজ্ঞতা দিতে পারি। আমার বেশকিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমি দলে নতুন প্রাণশক্তি দিতে চাই। আমি চাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সোল দা মায়োকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে।’

আর্জেন্টিনার ক্লাবটি গত ফেব্রুয়ারিতেই চেয়েছিল জামালকে। কিন্তু সে সময় জামাল অনেক দৌড়ঝাঁপ করেও তার ঢাকার ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছ থেকে ছাড়পত্র পাননি। লিগের খেলা থাকায় জামালকে ছাড়েনি শেখ রাসেল। ব্যাপারটা ওখানেই শেষ ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু গত কয়েক দিনে তা আবার সামনে আসে, জামালকে নিয়ে সোল দা মায়ো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেয়। যেখানে ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে দেখা যায় জামালকে। তখনই ইঙ্গিত মেলে, জামাল বুয়েনস এইরেসের ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১০

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১১

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১২

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৩

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

১৪

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

১৫

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

১৬

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

১৭

চালক-পাম্পকর্মীর ফাঁদে অভিনেতা ফারহান, উধাও ১৬ লাখ টাকা!

১৮

সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল

১৯

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এমএ মালিক

২০
X