সৌদি প্রো লিগে সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। লিগের প্রথম ম্যাচে রোনালদোকে ছাড়াই মাঠে নেমে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে পরাজয় বরণ করে নিতে হয়েছে মানে-ব্রোজোভিচদের। এরপর দলের অধিনায়ক রোনালদো ফিরলেও ভাগ্য পরিবর্তন হয়নি আল নাসরের।
শুক্রবার (১৮ আগস্ট) রাতের ম্যাচে রোনালদো ফেরায় আল নাসর সমর্থকদের প্রত্যাশা ছিল জয়ের। কিন্তু রোনালদো ফিরেও পারেননি দলকে জয় এনে দিতে। সৌদি প্রো লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারতে হলো রোনালদো-মানেদের। আল তাউনের কাছে ২-০ ব্যবধানে হেরে লিগে জয় অধরাই থেকে গেল রোনালদোর দলের।
প্রো লিগের মৌসুম শুরুর আগে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতে মৌসুমে দারুণ কিছু করার বার্তা দিচ্ছিল আল নাসর। কিন্তু শিরোপা জেতা সেই ম্যাচে চোটে পড়েন রোনালদো। যে কারণে লিগের শুরুর ম্যাচে ছিলেন না সিআরসেভেন। আত তাউনের সঙ্গে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফিরলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে। ম্যাচ শেষ হওয়ার পর এদিন রেফারির ওপর ক্ষোভ ঝাড়তেও দেখা যায় রোনালদোকে এবং বেশ অসন্তোষ নিয়েই মাঠ ছাড়েন তিনি।
রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটির মাঠে রোনালদো, মানে, আন্দ্রেসন তালিসকা ও মার্সেলো ব্রজোভিচদের নিয়ে গড়া আল নাসরই ছিল ফেবারিট। তবে শক্তিশালী আল নাসরের বিপক্ষে নিখুঁত পরিকল্পনা নিয়েই মাঠে নামে তাউন। খেলার ২০ মিনিটেই লিড নেয় তাউন। ম্যাতিউসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন লেন্ড্রে তম্বা। তাতেই এগিয়ে যায় তাউনরা। সেই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ফিরে এসেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলছিল। গোল শোধ করতে মরিয়া ছিল আল নাসর। কিন্তু কোনো পক্ষই পাচ্ছিল না গোলের দেখা। তবে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আহমেদ বাহুশান। একক প্রচেষ্টাতেই গোলের দেখা পান তিনি। আর তাতেই ২-০ গোলের জয় নিশ্চিত করে তারা।
এই হারের পর রোনালদোদের জন্য লিগের পথটা একটু কঠিনই হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদেরও হতাশা প্রকাশ করতে দেখা গেছে। এক ভক্ত ক্লাবের প্রতি দাবি জানিয়ে লিখেছেন, ‘এবার কিছু ডিফেন্ডার কিনে আনো।’
আরেকজন তির দাগেছেন সরাসরি রোনালদোর দিকে। লিখেছেন, ‘রোনালদো শেষ।’ আল নাসর পরের ম্যাচ খেলবে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে অফে; যেখানে তাদের প্রতিপক্ষ আরব আমিরাতের দুবাইভিত্তিক ক্লাব শাবাব আল আহলি।
মন্তব্য করুন