স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ: নতুন ‘এল ক্লাসিকো’?

রাতেই মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট। ছবি : সংগৃহীত
রাতেই মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট। ছবি : সংগৃহীত

‘এটা এখন ক্লাসিকোর মতো মনে হয়’—কার্লো আনচেলত্তির কণ্ঠে যেন উত্তেজনার ঝলক! একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ছিল রিয়াল মাদ্রিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ লড়াই। কিন্তু সময় বদলেছে, প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বদলেছে। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন নতুন এক দ্বৈরথ জমে উঠেছে—ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ। টানা চতুর্থ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি এই দুই দল, আর আনচেলত্তির মতে, এই লড়াই এখন ক্লাসিকোর মর্যাদা পেতে শুরু করেছে!

তিন বছরে তিন মহাকাব্যিক দ্বৈরথ

২০২২: ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য রাত, সান্তিয়াগো বার্নাব্যুর সেই ঐন্দ্রজালিক রাত্রি! ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ যোগ করা সময়ে রদ্রিগোর অবিশ্বাস্য জোড়া গোলে সিটিকে স্তব্ধ করে দেয়। অতিরিক্ত সময়ে করিম বেনজেমার পেনাল্টি, আর সিটি ছিটকে পড়ে।

২০২৩: প্রতিশোধের বছর! গার্দিওলার সিটি এবার কোনো নাটকের সুযোগই দেয়নি। ইত্তিহাদে এক অবিস্মরণীয় পারফরম্যান্সে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে।

২০২৪: নাটক আরও জমজমাট! দুই লেগের পর সমতা, টাইব্রেকারে গিয়ে রিয়াল মাদ্রিদের জয়—একটি ‘হৃদয়বিদারক’ পরাজয় সিটির জন্য।

এবারের লড়াই আলাদা! নকআউট প্লে-অফ পর্বে মুখোমুখি দুই দল। একদিকে, ম্যান সিটি আছে চাপে, প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে থাকা তাদের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। অন্যদিকে, লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ লড়ছে ভয়াবহ ইনজুরি সমস্যার সঙ্গে—রুডিগার, কারভাহাল, মিলিতাও, আলাবা—প্রায় গোটা ডিফেন্সই ছিটকে গেছে।

আনচেলত্তি বনাম গার্দিওলা: দুই ফুটবল বুদ্ধিজীবীর যুদ্ধ

গার্দিওলা মানেই ফুটবলে নতুনত্ব, ট্যাকটিক্যাল বিপ্লব! বলের দখল, প্রেসিং, রক্ষণ থেকে গেম বিল্ডআপ—তার কৌশলের পরতে পরতে আছে শৈল্পিকতা। আনচেলত্তি আবার ঠিক উল্টো, তিনি কৌশলে বিশ্বাস করেন, কিন্তু তার অস্ত্র হলো মাদ্রিদের ঐতিহ্য—ম্যাজিক, অভিজ্ঞতা ও ইতিহাসের ভার!

‘গার্দিওলা সবসময় নতুন কিছু আনতে চায়,’ আনচেলত্তি স্বীকার করলেন, ‘এবং সেটাই আমাদের জন্য মাথাব্যথার কারণ। কিন্তু আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত!’

রদ্রিগোর স্মৃতিচারণ: ‘সেই রাতের মতো অনুভূতি কি আর কখনো পাব?’

রদ্রিগো যেন ২০২২-এর সেই মহাকাব্যিক রাত ভোলেননি। তিনি ফেদে ভালভার্দের সঙ্গে কথা বলছিলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করলাম, আমরা কি আর কখনো সেই আবেগ অনুভব করতে পারব? আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ রাত ছিল সেটি!’

রদ্রিগোর আত্মবিশ্বাস, ‘আমি এখন দারুণ ফর্মে আছি, এবং আবারও বড় কিছু করতে চাই। তবে শুধু সিটির বিপক্ষে নয়, আমি প্রতিটি ম্যাচেই পার্থক্য গড়তে চাই।’

এই ম্যাচের বিজয়ী কি এবারও চ্যাম্পিয়ন হবে?

গত তিনবারের অভিজ্ঞতা বলে, যারা এই দ্বৈরথ জিতেছে, তারাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ ও ২০২৪-এ রিয়াল মাদ্রিদ, ২০২৩-এ ম্যানচেস্টার সিটি। ইতিহাসের পুনরাবৃত্তি কি এবারও হবে? আনচেলত্তি ও গার্দিওলার দুই বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের সংঘর্ষে চ্যাম্পিয়ন্স লিগের নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে রাজধানীর আরেক স্থানে বাসে আগুন

রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, চার বাসে আগুন

বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

পিছিয়ে গেল বিপিএলের নিলাম

মলিকুলার ডায়াগনোসিস-গবেষণা-বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন যৌথ কাজের অঙ্গীকার

পাকিস্তানি পেসারের বাড়িতে বন্দুক হামলা

সরকারি মেডিকেল কলেজে কমলো ৩৫৫ আসন

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল, আবেদনে যোগ্য যারা

১০

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

১১

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১২

স্বাগতিকদের অম্লমধুর দিন

১৩

রাতে রাজধানীর আরেক জায়গায় ককটেল বিস্ফোরণ

১৪

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

১৫

জামিনে বেরিয়ে সংঘবদ্ধ করার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে কারও অনুমতি লাগবে না : গণপূর্ত মন্ত্রণালয়

১৭

কুড়ির এশিয়ান কাপে সঙ্গী চীন

১৮

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

১৯

বন্দর ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাশুল নিয়ে দর-কষাকষি চলছে : নৌ উপদেষ্টা

২০
X