স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

লা লিগা ছেড়ে ইউরোপে নতুন ঠিকানা খুঁজছে রিয়াল মাদ্রিদ!

লা লিগা ছাড়ার কথা ভাবছে লস ব্লাঙ্কােসরা। ছবি : সংগৃহীত
লা লিগা ছাড়ার কথা ভাবছে লস ব্লাঙ্কােসরা। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে এমন ঘটনা খুব কমই দেখা গেছে—লা লিগার সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের ঘরোয়া লিগ ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছে! সভাপতি হাভিয়ের তেবাসের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত, বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত এবং স্প্যানিশ ফুটবলের অভ্যন্তরীণ রাজনীতি—এসব কিছু মিলিয়ে ক্লাবটি এতটাই ক্ষুব্ধ যে, তারা সিরি আ, বুন্দেসলিগা বা লিগ ওয়ানে যোগ দেওয়ার সম্ভাবনা পর্যালোচনা করছে।

বিতর্কের সূত্রপাত কোথায়?

সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ওসাসুনার বিপক্ষে ম্যাচে জুড বেলিংহামের লাল কার্ড। ম্যাচের শেষ মুহূর্তে রেফারির সঙ্গে কথোপকথনের জেরে বেলিংহামকে মাঠ ছাড়তে হয়, আর এখন তার বিরুদ্ধে ১২ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু রিয়াল মাদ্রিদ মনে করছে, এটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং গত কয়েক মৌসুম ধরে তাদের বিরুদ্ধে রেফারিং ও প্রশাসনিক পক্ষপাতের ধারাবাহিক উদাহরণ।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, রিয়াল মাদ্রিদ মনে করছে, তেবাস তাদের বিরুদ্ধে "একটি যুদ্ধ" ঘোষণা করেছেন এবং ক্লাবটির ঐতিহ্য ও শক্তি খর্ব করার চেষ্টা চালাচ্ছেন। রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত, সম্প্রচারস্বত্ব বিতরণে আর্থিক বৈষম্য এবং বার্সেলোনার সাথে লিগ প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক—এসব কারণেই রিয়াল তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে।

অন্য লিগে যাওয়ার সম্ভাবনা কতটুকু?

রিয়াল মাদ্রিদ যদি সত্যিই লা লিগা ছাড়তে চায়, তবে এটি সহজ কোনো প্রক্রিয়া হবে না। এর জন্য ফিফা, উয়েফা, এবং লা লিগার অনুমোদন প্রয়োজন—যা বাস্তবায়ন করা কঠিন। তাছাড়া, রিয়াল যদি ইতালির সিরি আ, জার্মানির বুন্দেসলিগা বা ফ্রান্সের লিগ ওয়ানে খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই দেশগুলোর ফুটবল কর্তৃপক্ষকেও অনুমতি দিতে হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুই চাপ প্রয়োগের কৌশল হতে পারে। রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই ইউরোপিয়ান সুপার লিগের অন্যতম প্রবক্তা, যেখানে তাদের লক্ষ্য ছিল ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর জন্য একটি নতুন প্রতিযোগিতা তৈরি করা। লা লিগার সঙ্গে সংঘাত বাড়িয়ে রিয়াল মাদ্রিদ হয়তো সুপার লিগের সম্ভাবনাকে সামনে নিয়ে আসতে চাইছে।

আগামী দিনে কী ঘটতে পারে?

বর্তমানে রিয়াল মাদ্রিদের ফোকাস চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে, যেখানে তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে। কিন্তু লা লিগা বনাম রিয়াল মাদ্রিদ দ্বন্দ্ব এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আগামী দিনে আরও নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে।

ক্লাবটি কি সত্যিই লা লিগা ছেড়ে অন্য লিগে যোগ দেবে? নাকি এটি শুধুই তেবাস ও লিগ কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল? ফুটবলবিশ্বের চোখ এখন সান্তিয়াগো বার্নাব্যুর পরবর্তী পদক্ষেপের দিকে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, টিকিটের মূল্য প্রকাশ

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

উপাচার্য-ভিপির মন গলাতে ঢাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী মোনাজাত 

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

রাজধানীতে আজ কোথায় কী

১০

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

১১

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

১২

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

১৫

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

১৬

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৭

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৮

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

১৯

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

২০
X