ইংলিশ প্রিমিয়ার লিগ জেতায় ছয় অঙ্কের বোনাস পেয়েছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। নিজের এই বোনাস সিটির কর্মীদের মধ্য বিলিয়ে দিয়েছেন গার্দিওলা। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, বোনাসের সঠিক অঙ্ক জানা না গেলেও তা সাড়ে সাত লাখ পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকা) আশপাশে হওয়ার সম্ভাবনাই বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, সিটি কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেই প্রশাসনিক কর্মী থেকে শুরু করে অন্য স্টাফদেরও বোনাস দেওয়া হয়ে থাকে। গার্দিওলার এই উদারতায় তাদের আয়টা বাড়ল।
টাইমস এবং মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সিটির সিনিয়র খেলোয়াড়দের চুক্তিপত্রে প্রিমিয়ার লিগ জয়ের বোনাসের অঙ্কটা সাড়ে সাত লাখ পাউন্ড, গার্দিওলারও এমন অঙ্কের বোনাস পাওয়ার কথা। সদ্য সমাপ্ত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে জিতেছে ‘ট্রেবল’।
সিটির নিরাপত্তাকর্মী থেকে রিসিপশনিষ্ট এবং অন্যান্য প্রশাসনিক কর্মী গার্দিওলার বোনাসের ভাগ পেয়েছেন।
মন্তব্য করুন