স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১১:৩২ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সুপার ক্লাসিকোর আগে রাফিনিয়ার মন্তব্যের জবাব দিলেন স্কালোনি

লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে! বিশ্বকাপ বাছাইপর্বের মহারণে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের ফুটবলার রাফিনিয়ার আগ্রাসী মন্তব্যে বাড়তি উত্তাপ ছড়িয়েছে দুই দলের দ্বৈরথে। কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি পুরো বিষয়টি শান্তভাবে সামাল দিয়েছেন। একইসঙ্গে তিনি নিশ্চিত করেছেন, আলবিসেলেস্তেরাদের গুরুত্বপূর্ণ সদস্য রদ্রিগো দে পল ফিরছেন মূল একাদশে!

বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া বেশ আক্রমণাত্মক ভাষায় হুংকার দিয়ে বলেছেন, ‘আমরা আর্জেন্টিনাকে শুধুমাত্র মাঠেই নয়, প্রয়োজনে মাঠের বাইরেও হারিয়ে দেব!’ স্বাভাবিকভাবেই তার এই বক্তব্য উস্কে দিয়েছে ফুটবলপ্রেমীদের উত্তেজনা। তবে স্কালোনি বিষয়টি নিয়ে বাড়তি প্রতিক্রিয়া দেখাননি।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০২১ কোপা আমেরিকার ফাইনালের পর মারাকানার সিঁড়িতে মেসি ও নেইমারের বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি। স্কালোনির বক্তব্য, ‘ফুটবল খেলাটাই আসল, এর বাইরে যাওয়ার কিছু নেই।’

স্কালোনি জানান, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি হবে কঠিন এবং উভয় দলই সুযোগ তৈরি করবে। ‘আমরা চাচ্ছি ম্যাচের নিয়ন্ত্রণ নিতে, তবে তাদেরও দারুণ সব খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য থাকবে বলের দখল ধরে রাখা এবং প্রতিপক্ষকে চাপে রাখা।’

তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের ম্যাচ সবসময়ই কৌশলগত ও শারীরিকভাবে কঠিন হয়। আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে ব্রাজিলের আক্রমণভাগের বিপক্ষে।’

উরুগুয়ের বিপক্ষে ইনজুরির কারণে না খেলতে পারা রদ্রিগো দে পল এবার নিশ্চিতভাবেই ফিরছেন আর্জেন্টিনার মূল একাদশে। স্কালোনির ভাষায়, ‘রদ্রিগো ফিরছে, তবে দলে আরও ১-২টি পরিবর্তন আসতে পারে। আজকের অনুশীলন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে একমাত্র গোলটি করা থিয়াগো আলমাদার পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেন, ‘সে দারুণ খেলেছে। শুধু গোলই নয়, গোটা ম্যাচে দারুণ অবদান রেখেছে। আমাদের মেসির বিকল্প খুঁজতে হবে, আর থিয়াগোসহ অন্যরা সেই শূন্যস্থান পূরণে সক্ষম।’

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে স্কালোনি পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ‘সংখ্যা সবসময় পরিবর্তন হয়। গুরুত্বপূর্ণ হলো, আমরা যেন দল হিসেবে আরও শক্তিশালী হই। ম্যাচটা জিতলে ভালো, না জিতলেও আমাদের উন্নতির ধারা বজায় রাখতে হবে।’

আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই মানেই রোমাঞ্চ, উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াই। রাফিনিয়ার মন্তব্য ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, তবে স্কালোনির কৌশলী ও ঠাণ্ডা প্রতিক্রিয়া দেখিয়েছে, মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা কেমন মনোভাব নিয়ে নামবে। মঙ্গলবার রাতে মনুমেন্টালে মহারণের ফলাফলই বলে দেবে—কে হাসবে শেষ হাসি!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের বড় সুখবর দিল সরকার

‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

চিন্ময় দাসের জামিন 

জেলে থেকেও অস্ত্র মামলায় আসামি স্বেচ্ছাসেবক দল নেতা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

সাকিবকে টপকে টেস্টে অনন্য কীর্তি মিরাজের

আদালত অবমাননার অভিযোগে হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

১০

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

১১

গাজীপুরে দুই কারখানা বন্ধ ঘোষণা

১২

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

১৩

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান

১৪

বাজারে কবে আসবে সাতক্ষীরার আম

১৫

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

১৬

সাদমানের পর মিরাজের শতকে বাংলাদেশের ২১৭ রানের লিড

১৭

আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো সেই ইকবাল গ্রেপ্তার

১৮

কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে দুই কারখানা বন্ধ

১৯

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

২০
X