স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই মহাদেশের দুই প্রতিযোগিতা থেকে মেসি-রোনালদোর বিদায়

ব্যর্থতা সঙ্গী হয়েছে দুই মহাতারকার। ছবি : সংগৃহীত
ব্যর্থতা সঙ্গী হয়েছে দুই মহাতারকার। ছবি : সংগৃহীত

দুই মহাতারকা। দুই মহাদেশ। কিন্তু ভাগ্য এক! এক রাতেই চ্যাম্পিয়ন্স কাপ ও (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে ছিটকে গেলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বে যেন একসাথে বাজলো বিষাদের ঘণ্টা।

ফুটবলে এক যুগের রাজত্ব করা এই দুই গ্রেট—মেসি আর রোনালদো—বুধবার রাতে নিজেদের ক্লাবের হয়ে মহাদেশীয় সেমিফাইনাল খেলতে নেমেছিলেন। কিন্তু শেষ হাসি তুলতে পারলেন না কেউই।

মেসির মায়ামির স্বপ্নভঙ্গ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ফিরতি লেগে ৩-১ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। প্রথম লেগে ২-০ ব্যবধানে হারের পর এই ম্যাচে অন্তত তিন গোলের জয় প্রয়োজন ছিল মায়ামির। শুরুতে জর্দি আলবার গোলে কিছুটা আশার আলো জ্বললেও শেষ পর্যন্ত সব স্বপ্ন চূর্ণবিচূর্ণ করে দেয় ভ্যাঙ্কুভার।

সেবাস্টিয়ান বর্হাল্টার ম্যাচে একটি গোল করেন, সঙ্গে দুটি অ্যাসিস্ট—তার হাত ধরেই ভ্যাঙ্কুভার পৌঁছে যায় ফাইনালে। আর মেসি? চতুর্থ ম্যাচেও গোলশূন্য। তার দল হজম করেছে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ।

মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো ম্যাচ শেষে বলেন, ‘আমাদের উন্নতি করতে হবে, শিক্ষাটা নিতে হবে এই পরাজয় থেকে। আজকের অনুভূতি খুব খারাপ। আমাদের রক্ষণভাগ দুর্বল হয়েছে। এটা মেনে নিতে হবে।’

রোনালদোর এশিয়ান স্বপ্নও ভাঙলো

অন্যদিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওাসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় আল নাসর। ম্যাচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন ৪০ বছর বয়সী রোনালদো। কাঠামো কাঁপিয়েছেন, কিন্তু জাল স্পর্শ করতে পারেননি।

ম্যাচে আল নাসরের গোল করেন সাদিও মানে ও আয়মান ইয়াহিয়া। তবে প্রতিপক্ষের তারুণ্য, গতি আর কৌশলের সামনে অসহায় ছিল পিওলির দল।

‘আমরা প্রচুর ভুল করেছি, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে,’ বলেন আল নাসরের কোচ স্তেফানো পিওলি। ‘আমরা যা অনুশীলন করেছিলাম, মাঠে তা প্রয়োগ করতে পারিনি।’

দুই ভিন্ন মহাদেশে, দুই ভিন্ন প্রতিযোগিতায়, কিন্তু এক রাতে বিদায় নিলেন মেসি ও রোনালদো। সময়ের পরিক্রমায় তারা হয়তো ক্যারিয়ারের শেষ প্রান্তে, কিন্তু তাদের উপস্থিতি এখনও আলো জ্বালায় মাঠে। তাই তাদের বিদায় কেবল ক্লাবের নয়, কোটি ভক্তের হৃদয়ে বেদনার সুর।

একই রাত যেন ঘোষণা দিল—নতুনরা আসছে, পুরনোদের দিন ফুরাচ্ছে। তবে ইতিহাস বলবে, এই রাতটা ছিল দুই কিংবদন্তির ট্র্যাজেডির রাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে’

বাবার বাড়িতে এসে নিজেকে শেষ করলেন গৃহবধূ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

১০

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

১১

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

১২

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

১৩

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

১৪

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১৫

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১৬

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১৭

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

১৯

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

২০
X