স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই মহাদেশের দুই প্রতিযোগিতা থেকে মেসি-রোনালদোর বিদায়

ব্যর্থতা সঙ্গী হয়েছে দুই মহাতারকার। ছবি : সংগৃহীত
ব্যর্থতা সঙ্গী হয়েছে দুই মহাতারকার। ছবি : সংগৃহীত

দুই মহাতারকা। দুই মহাদেশ। কিন্তু ভাগ্য এক! এক রাতেই চ্যাম্পিয়ন্স কাপ ও (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে ছিটকে গেলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বে যেন একসাথে বাজলো বিষাদের ঘণ্টা।

ফুটবলে এক যুগের রাজত্ব করা এই দুই গ্রেট—মেসি আর রোনালদো—বুধবার রাতে নিজেদের ক্লাবের হয়ে মহাদেশীয় সেমিফাইনাল খেলতে নেমেছিলেন। কিন্তু শেষ হাসি তুলতে পারলেন না কেউই।

মেসির মায়ামির স্বপ্নভঙ্গ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ফিরতি লেগে ৩-১ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। প্রথম লেগে ২-০ ব্যবধানে হারের পর এই ম্যাচে অন্তত তিন গোলের জয় প্রয়োজন ছিল মায়ামির। শুরুতে জর্দি আলবার গোলে কিছুটা আশার আলো জ্বললেও শেষ পর্যন্ত সব স্বপ্ন চূর্ণবিচূর্ণ করে দেয় ভ্যাঙ্কুভার।

সেবাস্টিয়ান বর্হাল্টার ম্যাচে একটি গোল করেন, সঙ্গে দুটি অ্যাসিস্ট—তার হাত ধরেই ভ্যাঙ্কুভার পৌঁছে যায় ফাইনালে। আর মেসি? চতুর্থ ম্যাচেও গোলশূন্য। তার দল হজম করেছে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ।

মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো ম্যাচ শেষে বলেন, ‘আমাদের উন্নতি করতে হবে, শিক্ষাটা নিতে হবে এই পরাজয় থেকে। আজকের অনুভূতি খুব খারাপ। আমাদের রক্ষণভাগ দুর্বল হয়েছে। এটা মেনে নিতে হবে।’

রোনালদোর এশিয়ান স্বপ্নও ভাঙলো

অন্যদিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওাসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় আল নাসর। ম্যাচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন ৪০ বছর বয়সী রোনালদো। কাঠামো কাঁপিয়েছেন, কিন্তু জাল স্পর্শ করতে পারেননি।

ম্যাচে আল নাসরের গোল করেন সাদিও মানে ও আয়মান ইয়াহিয়া। তবে প্রতিপক্ষের তারুণ্য, গতি আর কৌশলের সামনে অসহায় ছিল পিওলির দল।

‘আমরা প্রচুর ভুল করেছি, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে,’ বলেন আল নাসরের কোচ স্তেফানো পিওলি। ‘আমরা যা অনুশীলন করেছিলাম, মাঠে তা প্রয়োগ করতে পারিনি।’

দুই ভিন্ন মহাদেশে, দুই ভিন্ন প্রতিযোগিতায়, কিন্তু এক রাতে বিদায় নিলেন মেসি ও রোনালদো। সময়ের পরিক্রমায় তারা হয়তো ক্যারিয়ারের শেষ প্রান্তে, কিন্তু তাদের উপস্থিতি এখনও আলো জ্বালায় মাঠে। তাই তাদের বিদায় কেবল ক্লাবের নয়, কোটি ভক্তের হৃদয়ে বেদনার সুর।

একই রাত যেন ঘোষণা দিল—নতুনরা আসছে, পুরনোদের দিন ফুরাচ্ছে। তবে ইতিহাস বলবে, এই রাতটা ছিল দুই কিংবদন্তির ট্র্যাজেডির রাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১০

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১১

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১২

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৩

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৪

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৫

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৬

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৭

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

১৮

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

১৯

পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় রাংকুট বৌদ্ধবিহার

২০
X