স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বার্সা সমর্থকদের কৌতুকে চটলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে ঐতিহাসিক ‘এল ক্লাসিকো’তে ৪-৩ ব্যবধানে হারের পর মাঠ ছাড়ার সময় আরেকবার আলোচনায় চলে এলেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ফুটবলের কারিকুরি নয়, বরং বিতর্কে নাম জড়াল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

ম্যাচের ৮৮তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন রিয়াল তারকা। হাঁটুর মচকানো চোটে যখন ব্যথিত ভিনিসিয়ুস সাইডলাইন দিয়ে বেঞ্চের দিকে যাচ্ছেন, তখন হঠাৎ করেই ঘটে যায় সেই মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্টেডিয়ামের গ্যালারি থেকে একজন বার্সা সমর্থক উঁচিয়ে ধরেন একটি বিচ বল, যেটি সম্প্রতি একটি ব্যঙ্গাত্মক প্রতীকে পরিণত হয়েছে। এই কৌতুকের পেছনে আছে ব্যালন ডি'অর জেতার দৌড়ে ভিনিসিয়ুসের ব্যর্থতা, যেখানে পুরস্কার জিতে নিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। বিচ বলটি যেন ভিনির ব্যর্থতা মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করেন ওই সমর্থক।

আলোচিত সেই মুহূর্তটি।

ভিনিসিয়ুস বিষয়টি সহজভাবে নেননি। তিনি রাগান্বিত হয়ে সেই দর্শকের দিকে আঙুল তুলে কিছু কথাও বলেন, যা স্ট্যান্ড থেকে একজন ভক্ত মোবাইলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। যদিও তার কথাগুলো স্পষ্ট শোনা যায়নি, তবে দৃষ্টিভঙ্গি ছিল যথেষ্ট বোঝার জন্য।

এ ধরনের প্রতিক্রিয়া অবশ্য ভিনিসিয়ুসের কাছে নতুন নয়। আগেও একাধিকবার প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে তর্কে জড়িয়েছেন এই রিয়াল তারকা। তবে এই ঘটনার পর সামাজিক মাধ্যমে দ্বিধাবিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে—কারও মতে, ভিনির এই আবেগ প্রমাণ করে তিনি খেলাটাকে কতটা গুরুত্ব দেন; আবার কেউ বলছেন, একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এমন প্রতিক্রিয়া কাম্য নয়।

ম্যাচের একমাত্র বিতর্ক নয়, ভিনিসিয়ুসকে নিয়ে রিয়াল শিবিরের এখন বড় চিন্তা তাঁর চোট। হাঁটুর মচকে যাওয়া চোটের কারণে তিনি হয়তো পরবর্তী কয়েকটি ম্যাচ মিস করতে পারেন।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই লাখো বার দেখা হয়েছে, মন্তব্যে ভরেছে ইউজারদের আবেগ, কৌতুক ও বিতর্কে। একদিকে যেখানে ভক্তরা বলছেন, ‘এমন ঠাট্টা বন্ধ হওয়া উচিত’, অন্যদিকে কেউ লিখেছেন, ‘ভিনিসিয়ুসের উচিত ছিল নিজেকে নিয়ন্ত্রণ করা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১০

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১১

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১২

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৩

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৪

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৫

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৮

কাকে সতর্ক করলেন জিৎ

১৯

ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে গেল ১০০ ফুট, মা-মেয়ে নিহত

২০
X