স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বার্সা সমর্থকদের কৌতুকে চটলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে ঐতিহাসিক ‘এল ক্লাসিকো’তে ৪-৩ ব্যবধানে হারের পর মাঠ ছাড়ার সময় আরেকবার আলোচনায় চলে এলেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ফুটবলের কারিকুরি নয়, বরং বিতর্কে নাম জড়াল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

ম্যাচের ৮৮তম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন রিয়াল তারকা। হাঁটুর মচকানো চোটে যখন ব্যথিত ভিনিসিয়ুস সাইডলাইন দিয়ে বেঞ্চের দিকে যাচ্ছেন, তখন হঠাৎ করেই ঘটে যায় সেই মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্টেডিয়ামের গ্যালারি থেকে একজন বার্সা সমর্থক উঁচিয়ে ধরেন একটি বিচ বল, যেটি সম্প্রতি একটি ব্যঙ্গাত্মক প্রতীকে পরিণত হয়েছে। এই কৌতুকের পেছনে আছে ব্যালন ডি'অর জেতার দৌড়ে ভিনিসিয়ুসের ব্যর্থতা, যেখানে পুরস্কার জিতে নিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। বিচ বলটি যেন ভিনির ব্যর্থতা মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করেন ওই সমর্থক।

আলোচিত সেই মুহূর্তটি।

ভিনিসিয়ুস বিষয়টি সহজভাবে নেননি। তিনি রাগান্বিত হয়ে সেই দর্শকের দিকে আঙুল তুলে কিছু কথাও বলেন, যা স্ট্যান্ড থেকে একজন ভক্ত মোবাইলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। যদিও তার কথাগুলো স্পষ্ট শোনা যায়নি, তবে দৃষ্টিভঙ্গি ছিল যথেষ্ট বোঝার জন্য।

এ ধরনের প্রতিক্রিয়া অবশ্য ভিনিসিয়ুসের কাছে নতুন নয়। আগেও একাধিকবার প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে তর্কে জড়িয়েছেন এই রিয়াল তারকা। তবে এই ঘটনার পর সামাজিক মাধ্যমে দ্বিধাবিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে—কারও মতে, ভিনির এই আবেগ প্রমাণ করে তিনি খেলাটাকে কতটা গুরুত্ব দেন; আবার কেউ বলছেন, একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এমন প্রতিক্রিয়া কাম্য নয়।

ম্যাচের একমাত্র বিতর্ক নয়, ভিনিসিয়ুসকে নিয়ে রিয়াল শিবিরের এখন বড় চিন্তা তাঁর চোট। হাঁটুর মচকে যাওয়া চোটের কারণে তিনি হয়তো পরবর্তী কয়েকটি ম্যাচ মিস করতে পারেন।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই লাখো বার দেখা হয়েছে, মন্তব্যে ভরেছে ইউজারদের আবেগ, কৌতুক ও বিতর্কে। একদিকে যেখানে ভক্তরা বলছেন, ‘এমন ঠাট্টা বন্ধ হওয়া উচিত’, অন্যদিকে কেউ লিখেছেন, ‘ভিনিসিয়ুসের উচিত ছিল নিজেকে নিয়ন্ত্রণ করা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ

অ্যাকশনএইডে চাকরির সুযোগ

টিভিতে আজকের খেলা

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন আজ, থাকছে যেসব কর্মসূচি

১৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

অবৈধ পলিথিন কারখানায় অভিযান, কঠোর শাস্তি পেলেন মালিকরা

‎সমুদ্র উপকূলে রহস্যজনক লাশ, পরনে পোলো শার্ট-প্যান্ট

১০

বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার

১১

‘ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে’

১২

বাবার বাড়িতে এসে নিজেকে শেষ করলেন গৃহবধূ

১৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

১৪

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

১৫

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

১৬

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

১৭

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

১৮

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

১৯

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

২০
X