স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তির ‘চিরন্তন প্রেম’ শেষের পথে, ব্রাজিলে নতুন অধ্যায় শুরু সোমবার

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদে এক অনন্য অধ্যায়ের অবসান ঘটতে চলেছে এই শনিবার। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি বিদায় নিচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যু থেকে, আর সোমবার থেকেই শুরু হচ্ছে তার নতুন অভিযান—ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে নিশ্চিত করেছে, ২৬ মে থেকে আনচেলত্তি দায়িত্ব নিচ্ছেন সেলেসাওয়ের। এর ঠিক আগের দিন, রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচে মাঠে নামবেন তিনি, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, 'আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তিকে বিদায় জানাতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।'

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, 'তিনি শুধু আমাদের সাফল্যের স্থপতি নন, বরং ক্লাবের মূল্যবোধও অসাধারণভাবে ধারণ করেছেন।'

দুই মেয়াদে রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তি জিতেছেন মোট ১৫টি শিরোপা, যার মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপাও। ২০১৩-১৫ সালের প্রথম মেয়াদ শেষে ২০২১ সালে এভারটন থেকে রিয়ালে ফেরেন তিনি। তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত থাকলেও তা আগেভাগেই শেষ হচ্ছে।

এক্সে (সাবেক টুইটার) আনচেলত্তি আবেগঘন বার্তায় লিখেছেন, 'রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার সম্পর্ক চিরকালীন। এই দ্বিতীয় মেয়াদে কাটানো প্রতিটি মুহূর্ত থাকবে হৃদয়ে গাঁথা। এই যাত্রা শুধু শিরোপার নয়, বরং আবেগ, ঐক্য এবং ঐতিহাসিক মুহূর্তের এক অনন্য মিশ্রণ।'

আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের ডাগআউটে কে বসবেন, তা নিয়েও এখন তুমুল আলোচনা। সাবেক রিয়াল ও লিভারপুল মিডফিল্ডার এবং বর্তমান বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসোকে আনা হতে পারে নতুন কোচ হিসেবে। জুনে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই তাকে দায়িত্বে আনতে চায় ক্লাবটি।

এদিকে, ব্রাজিল জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাইপর্বে চতুর্থ স্থানে রয়েছে। মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর বরখাস্ত হন দরিভাল জুনিয়র। আনচেলত্তির প্রথম চ্যালেঞ্জ হবে জুনে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচ।

রিয়াল ছাড়লেও, আনচেলত্তির প্রতি সমর্থকদের ভালোবাসা আর ক্লাবের সঙ্গে তার আত্মিক বন্ধন হয়তো কখনোই শেষ হবে না। নতুন অধ্যায়ের শুরুর আগে, এক কিংবদন্তির গল্পের এক অনবদ্য পরিসমাপ্তি হতে চলেছে বার্নাব্যুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত : প্রিন্স

শুল্ক কার্যকর হলো আজ, কীভাবে সামলাবেন মোদি?

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল

ডানা মেলেছে স্বপ্নের পাঁচপুকুরিয়া সেতু

সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ১১

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

সম্পর্ক গভীর করতে ভালোবাসা বোঝার পাঁচটি ভাষা জানুন

‘কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না’

১০

ডাকসুর এক ভিপি প্রার্থী গ্রেপ্তার

১১

ঢাকায় পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল

১২

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন ভেনেজুয়েলার

১৩

মেক্সিকো ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে : রাষ্ট্রদূত আনসারী

১৪

রাকসুর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

১৫

কখনো কোমরপানি, কখনো কোলে চড়ে স্কুলে যায় শত শিক্ষার্থী

১৬

সহকর্মীকে নিয়ে পরী মণির গুঞ্জন

১৭

বিপিএল মাতানো ক্রিকেটারকে ‘মুক্তি’ দিলেন আইপিএল খেলা ক্রিকেটার

১৮

ইরান ও পাক সেনাপ্রধানের ফোনালাপ, আলোচনায় ছিল যেসব বিষয়

১৯

বাচ্চা পটি করতে চাইছে না? জেনে নিন কী করবেন

২০
X