স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তির ‘চিরন্তন প্রেম’ শেষের পথে, ব্রাজিলে নতুন অধ্যায় শুরু সোমবার

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদে এক অনন্য অধ্যায়ের অবসান ঘটতে চলেছে এই শনিবার। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি বিদায় নিচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যু থেকে, আর সোমবার থেকেই শুরু হচ্ছে তার নতুন অভিযান—ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে নিশ্চিত করেছে, ২৬ মে থেকে আনচেলত্তি দায়িত্ব নিচ্ছেন সেলেসাওয়ের। এর ঠিক আগের দিন, রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচে মাঠে নামবেন তিনি, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, 'আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তিকে বিদায় জানাতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।'

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, 'তিনি শুধু আমাদের সাফল্যের স্থপতি নন, বরং ক্লাবের মূল্যবোধও অসাধারণভাবে ধারণ করেছেন।'

দুই মেয়াদে রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তি জিতেছেন মোট ১৫টি শিরোপা, যার মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপাও। ২০১৩-১৫ সালের প্রথম মেয়াদ শেষে ২০২১ সালে এভারটন থেকে রিয়ালে ফেরেন তিনি। তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত থাকলেও তা আগেভাগেই শেষ হচ্ছে।

এক্সে (সাবেক টুইটার) আনচেলত্তি আবেগঘন বার্তায় লিখেছেন, 'রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার সম্পর্ক চিরকালীন। এই দ্বিতীয় মেয়াদে কাটানো প্রতিটি মুহূর্ত থাকবে হৃদয়ে গাঁথা। এই যাত্রা শুধু শিরোপার নয়, বরং আবেগ, ঐক্য এবং ঐতিহাসিক মুহূর্তের এক অনন্য মিশ্রণ।'

আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের ডাগআউটে কে বসবেন, তা নিয়েও এখন তুমুল আলোচনা। সাবেক রিয়াল ও লিভারপুল মিডফিল্ডার এবং বর্তমান বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসোকে আনা হতে পারে নতুন কোচ হিসেবে। জুনে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই তাকে দায়িত্বে আনতে চায় ক্লাবটি।

এদিকে, ব্রাজিল জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাইপর্বে চতুর্থ স্থানে রয়েছে। মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর বরখাস্ত হন দরিভাল জুনিয়র। আনচেলত্তির প্রথম চ্যালেঞ্জ হবে জুনে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচ।

রিয়াল ছাড়লেও, আনচেলত্তির প্রতি সমর্থকদের ভালোবাসা আর ক্লাবের সঙ্গে তার আত্মিক বন্ধন হয়তো কখনোই শেষ হবে না। নতুন অধ্যায়ের শুরুর আগে, এক কিংবদন্তির গল্পের এক অনবদ্য পরিসমাপ্তি হতে চলেছে বার্নাব্যুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে : গোলাম পরওয়ার

অপরাধীদের বিচার না হওয়ায় সহিংসতার ঘটনা ঘটছে : সনাতনী জোট

মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ইংলিশ ক্লাব

‘এই দৃশ্য জাহেলিয়াতের নিষ্ঠুরতাকে স্মরণ করিয়ে দেয়'

মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যা / বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : ফখরুল

হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অভিন্ন লক্ষ্য

‘ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি’

হকিতে লিড নিয়েও জাপানের কাছে হার বাংলাদেশের

১০

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

১১

দাবায় চ্যাম্পিয়ন সুব্রত বিশ্বাস

১২

ভোটের অপেক্ষায় দিন গুনছে দেশের মানুষ : ড. ফরিদুজ্জামান

১৩

এসএসসিতে ১৩০০ নম্বরে ১২৮৫ পেয়েছে নিবিড়

১৪

জোতাকে স্মরণ করে মাঠে নামছে লিভারপুল

১৫

ইরানে ‘জোরালো হামলার’ হুমকি ইসরায়েলের

১৬

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় ছাত্রদল সম্পাদকের প্রতিক্রিয়া

১৭

লর্ডসে উইকেট পেয়ে প্রয়াত জোতাকে স্মরণ ভারতীয় পেসারের

১৮

ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র : আসিফ মাহমুদ

১৯

জনসমক্ষে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

২০
X