স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৬:০৪ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাবরেরার ভুলের কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ!

হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত
হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ছিল ব্যাপক উত্তেজনা। ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের প্রত্যাশায় ছিল পুরো দেশ। কিন্তু সব আশা ভেঙে চুরমার করে দিয়ে সফরকারী সিঙ্গাপুর ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। আর এই হারের পর জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে এক হাত নিয়েছেন দেশের সাবেক ফুটবলার ও শীর্ষ কোচরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি কঠোর ভাষায় কোচের সিদ্ধান্তকে দায়ী করে বলেন, ‘এই ম্যাচে জয়ের সামর্থ্য আমাদের ছিল। কিন্তু কোচের ভুল পরিকল্পনা ও অদ্ভুত খেলোয়াড় ব্যবস্থাপনার কারণে হার মানতে হয়েছে। ম্যাচে তিন পয়েন্টের মানসিকতা ছিল না শুরু থেকেই। সবচেয়ে অবাক হয়েছি যখন রাকিব গোল করলেন, তাকে পরবর্তীতে রাইটব্যাকে খেলানো হলো! ফরোয়ার্ডকে ডিফেন্সে খেলানো সত্যিই অযৌক্তিক।’

সাবেক জাতীয় ফুটবলার এবং অভিজ্ঞ কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও কোচের কৌশলে হতাশ, ‘গোলদাতা খেলোয়াড়কে রাইটব্যাকে খেলানোর যুক্তি আমার বোধগম্য নয়। পুরো ম্যাচেই কোনো পরিকল্পনার ছাপ ছিল না। শুরু থেকে মনে হয়েছে খেলোয়াড়রাও জানে না তাদের ভূমিকা কী।’

এ ম্যাচে আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা নিয়ে কানাডার সামিত সোম অভিষেক করলেও তার সৃষ্ট গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এমিলি প্রশ্ন তোলেন, ‘যখন সামিত এমন দুর্দান্ত পাস দিচ্ছে, তখন কেন প্রকৃত স্ট্রাইকার সুমন রেজা বা আল আমিনকে শুরু থেকেই খেলানো হলো না? ৬৬ মিনিটে গোল করার দশ মিনিট পর আল আমিনকে নামানো হয়, আর তখনই রাকিবকে নামানো হয় রাইটব্যাকে!’

মিন্টুও তাতে যোগ করেন, ‘সামিত কার্যকর খেলোয়াড়, তাকে কেন্দ্র করে পরিকল্পনা করা উচিত ছিল। কিন্তু তার কাছে বল পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট রণকৌশল দেখা যায়নি।’

সাবেক কিংবদন্তি সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির বলছেন, ‘সিঙ্গাপুর খুব ভয়ঙ্কর দল ছিল না। কিন্তু আমাদের মধ্যে সমন্বয়হীনতা ছিল চোখে পড়ার মতো। এত স্পষ্ট পরিকল্পনার অভাব শুধুই কোচের ব্যর্থতা।’

আরেক বিস্ময়ের নাম জামাল ভূঁইয়া। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক মাঠে নামার সুযোগ পাননি। অথচ দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পেয়েছিল ১০টি কর্নার। এমিলির মতে, ‘জামাল স্পট কিকে দেশের সেরা, তবুও তাকে নামানো হয়নি। এটা চরম অব্যবস্থাপনা।’

জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড এবং লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পারফর্ম করা তাজউদ্দিনকে মূল দলে না রাখায় বিস্মিত। তিনি বলেন, ‘তাজউদ্দিন ভালো খেলেও বাদ পড়েছেন, জামালকে খেলানো হয়নি, রাইটব্যাকে তপুকে খেলানো হয়েছে, মিডফিল্ডার কাজেমকে উইংয়ে। এসব দেখে বোঝা যায় কোচ নিজেও বুঝতে পারছিলেন না কে কোথায় উপযুক্ত।’

গোলরক্ষক মিতুলের দুটি গোল হজম নিয়েও উঠেছে প্রশ্ন। এমিলির বিশ্লেষণ, ‘দুটি গোলেই গ্রিপে ভুল ছিল, তার পরে ডিফেন্ডাররাও সময় পেয়েও প্রতিক্রিয়া দেখাতে পারেনি।’

সবচেয়ে বিতর্কিত ছিল সাদ উদ্দিনের নাম থাকা। সম্প্রতি নিষেধাজ্ঞা কমিয়ে তাকে মাঠে ফেরানো হয় কোচের চাহিদায়। অথচ ম্যাচে ছিলেন কার্যত নিষ্ক্রিয়। দ্বিতীয় গোলের সময় তাকে দেখা গেছে দর্শকের ভূমিকায়।

এই ম্যাচের পর সমালোচনার কেন্দ্রবিন্দুতে স্প্যানিশ কোচ ক্যাবরেরা। তার অধীনে বারবার ভুল সিদ্ধান্ত, কৌশলের অদক্ষতা ও দল নির্বাচনে বিতর্ক নিয়েই প্রশ্ন তুলছেন সাবেকরা। অক্টোবরে পরবর্তী বাছাইয়ের আগে কোচের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠছে এখনই।

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এখন প্রশ্ন তুলছেন—কোচ বদল হবে কবে? দলের সামর্থ্য থাকলেও কৌশলের অভাবে যদি এমন হার হয়, তাহলে ভবিষ্যৎ কতটা অন্ধকার তা ভাবতেই শঙ্কা জাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতসকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অভিভাবকদের মানববন্ধন

খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে

প্রচণ্ড মাথাব্যথা দূর করতে যা করবেন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

নিউটনের সূত্র ভুল দাবি করলেন পঞ্চগড়ের আফসার

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

আজ আন্তর্জাতিক যুব দিবস

১২

১২ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৩

জেলেনস্কিকে মোদির ফোন, যুদ্ধ নিয়ে আলোচনা

১৪

কারও শরীরে পা লাগলে হাত ‍দিয়ে ছুঁয়ে সালাম করা কি জায়েজ?

১৫

সাংবাদিক তুহিনের ময়নাতদন্ত : গলা, বুক ও পিঠে ৯টি গভীর আঘাতের চিহ্ন

১৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

১৭

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত, সৌদির প্রতিক্রিয়া

১৮

আলাস্কায় হতে পারে ইউক্রেন ভাগাভাগি, দানা বাঁধছে সন্দেহ

১৯

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

২০
X