সৌদি আরবের ক্লাব আল হিলাল যেন রূপকথার গল্পই লিখে ফেলল ক্লাব বিশ্বকাপে। অরল্যান্ডোতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াদের ক্লাবটি। অতিরিক্ত সময়ে দ্বিতীয়বারের মতো জাল খুঁজে পাওয়া মার্কোস লিওনার্দোর গোলেই রচিত হয় এই অবিশ্বাস্য নাটকীয়তা।
প্রথমার্ধে ম্যাচ ছিল সিটির নিয়ন্ত্রণে। নবম মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়েও যায় পেপ গার্দিওলার দল। তবে বিরতির পর এক ঝটকায় পাল্টে যায় দৃশ্যপট।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র ছয় মিনিটের ব্যবধানে মার্কোস লিওনার্দো ও মালকম গোল করে আল হিলালকে এগিয়ে নেন ২-১ ব্যবধানে। যদিও এরপর আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরান।
প্রথম ৯০ মিনিটের খেলা শেষে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে চমক দেখান আল হিলালের রক্ষণভাগের স্তম্ভ কালিদু কুলিবালি। ৯৪ মিনিটে হেডে গোল করে দলকে আবারও এগিয়ে নেন তিনি।
তবু থেমে থাকেনি ম্যানসিটি। ফিল ফোডেন অসাধারণ ভলিতে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতা ফেরান। কিন্তু শেষ হাসি হাসে সৌদির ক্লাবটি। অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে সাভিচের হেড থেকে ফিরতি বল ধরে লিওনার্দো আবারও গোল করে জয় নিশ্চিত করেন।
সিটির হয়ে গোল করেছেন সিলভা, হলান্ড ও ফোডেন। কিন্তু আল হিলালের লড়াকু মনোভাব, গোলরক্ষক বোনোর দুর্দান্ত সেভ এবং আক্রমণভাগের কার্যকর প্রয়াশই শেষমেশ ইতিহাস গড়েছে।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল। ক্লাব বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হিসেবে এই সিটির বিপক্ষে জয় নিঃসন্দেহে দীর্ঘদিন মনে রাখবে ফুটবল বিশ্ব।
মন্তব্য করুন