স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাবরেরার পদত্যাগ চাওয়া শাহীনকে বাফুফের কমিটি থেকে বহিষ্কার

হ্যাভিয়ের ক্যাবরেরা (বাঁয়ে) ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন (ডানে)। ছবি : সংগৃহীত
হ্যাভিয়ের ক্যাবরেরা (বাঁয়ে) ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন (ডানে)। ছবি : সংগৃহীত

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়ে প্রকাশ্যে মত দিয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। আর সেই ‘অপরাধেই’ অব্যাহতি দেওয়া হলো তাকে বাফুফের জাতীয় দল কমিটি থেকে।

শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। যদিও চিঠিতে সরাসরি কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবুও বিষয়টি যে কোচ নিয়ে শাহীনের অবস্থান ঘিরেই, তা অনেকটাই স্পষ্ট।

জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী, এ কমিটিতে ৯ জন থাকার কথা থাকলেও সভাপতি তাবিথ আউয়াল সদস্য সংখ্যা বাড়িয়ে ১২ জন করেছেন। শাহীনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে কমিটিতে রয়েছেন ১১ জন।

কমিটি থেকে বাদ দেওয়া হলেও শাহীন এখনো নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। চিঠিতে বলা হয়েছে, তিনি ফুটবলের উন্নয়নে সংযুক্ত থাকবেন। তবে জাতীয় দল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে আর তার কোনো ভূমিকা থাকবে না।

এর আগে ১৪ জুন এক সংবাদ সম্মেলনে কোচ ক্যাবরেরার বিদায় চেয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন শাহীন। তার সেই অবস্থান বাফুফের ভেতরে ‘বিব্রতকর পরিস্থিতি’ তৈরি করেছে বলেই আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, তিনি বাফুফের আচরণবিধি ভেঙেছেন।

তবে প্রশ্ন উঠেছে, শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অন্য দুই নির্বাহী সদস্য- টিপু সুলতান ও মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ, ফেডারেশন কাপে রেফারি নিয়ে টিপুর মন্তব্য এবং নারী ফুটবলে বাটলার-সাবিনা বিতর্কে কিরণের অবস্থানও বাফুফে কোডের লঙ্ঘন বলেই বিবেচিত।

প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার অধীনে সাফল্য বলতে গেলে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ছাড়া তেমন কিছু নেই। দল নির্বাচনের ভুল, খেলোয়াড় বদলের সমালোচনা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থতা- সবকিছু মিলিয়ে ক্যাবরেরার ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ।

ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে না পারা, হংকং ম্যাচ সামনে রেখে হতাশ পারফরম্যান্স- সব মিলিয়ে কোচের উপর চাপ বাড়ছেই। হামজা চৌধুরী ও সামিত সোমের মতো খেলোয়াড় দলে থাকলেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কোচের বিদায়ের দাবি তুলছেন অনেকে। সাখাওয়াত হোসেন শাহীন সে দাবি প্রকাশ্যে জানিয়েই হয়তো নিজেই কোচের চেয়ে আগে ছিটকে গেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বিশ্ব শিক্ষক দিবস

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর সাতডোরা 

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

১০

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৩

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

১৭

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

১৮

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

১৯

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

২০
X