বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাবরেরার পদত্যাগ চাওয়া শাহীনকে বাফুফের কমিটি থেকে বহিষ্কার

হ্যাভিয়ের ক্যাবরেরা (বাঁয়ে) ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন (ডানে)। ছবি : সংগৃহীত
হ্যাভিয়ের ক্যাবরেরা (বাঁয়ে) ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন (ডানে)। ছবি : সংগৃহীত

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়ে প্রকাশ্যে মত দিয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। আর সেই ‘অপরাধেই’ অব্যাহতি দেওয়া হলো তাকে বাফুফের জাতীয় দল কমিটি থেকে।

শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। যদিও চিঠিতে সরাসরি কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবুও বিষয়টি যে কোচ নিয়ে শাহীনের অবস্থান ঘিরেই, তা অনেকটাই স্পষ্ট।

জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী, এ কমিটিতে ৯ জন থাকার কথা থাকলেও সভাপতি তাবিথ আউয়াল সদস্য সংখ্যা বাড়িয়ে ১২ জন করেছেন। শাহীনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে কমিটিতে রয়েছেন ১১ জন।

কমিটি থেকে বাদ দেওয়া হলেও শাহীন এখনো নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। চিঠিতে বলা হয়েছে, তিনি ফুটবলের উন্নয়নে সংযুক্ত থাকবেন। তবে জাতীয় দল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে আর তার কোনো ভূমিকা থাকবে না।

এর আগে ১৪ জুন এক সংবাদ সম্মেলনে কোচ ক্যাবরেরার বিদায় চেয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন শাহীন। তার সেই অবস্থান বাফুফের ভেতরে ‘বিব্রতকর পরিস্থিতি’ তৈরি করেছে বলেই আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, তিনি বাফুফের আচরণবিধি ভেঙেছেন।

তবে প্রশ্ন উঠেছে, শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অন্য দুই নির্বাহী সদস্য- টিপু সুলতান ও মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ, ফেডারেশন কাপে রেফারি নিয়ে টিপুর মন্তব্য এবং নারী ফুটবলে বাটলার-সাবিনা বিতর্কে কিরণের অবস্থানও বাফুফে কোডের লঙ্ঘন বলেই বিবেচিত।

প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার অধীনে সাফল্য বলতে গেলে ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ছাড়া তেমন কিছু নেই। দল নির্বাচনের ভুল, খেলোয়াড় বদলের সমালোচনা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থতা- সবকিছু মিলিয়ে ক্যাবরেরার ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ।

ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে না পারা, হংকং ম্যাচ সামনে রেখে হতাশ পারফরম্যান্স- সব মিলিয়ে কোচের উপর চাপ বাড়ছেই। হামজা চৌধুরী ও সামিত সোমের মতো খেলোয়াড় দলে থাকলেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কোচের বিদায়ের দাবি তুলছেন অনেকে। সাখাওয়াত হোসেন শাহীন সে দাবি প্রকাশ্যে জানিয়েই হয়তো নিজেই কোচের চেয়ে আগে ছিটকে গেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X