রিয়াল মাদ্রিদের জার্সিতে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন জুড বেলিংহাম। স্প্যানিশ লা লিগায় টানা চার ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। ঘরের মাঠে গেতাফের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে লস ব্লাঙ্কোসদের মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছেন বেলিংহাম।
শনিবার (২ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেলিংহামের শেষ মিনিটের গোলে গেতাফেকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে টানা চার ম্যাচেই জয়ের দেখা পেল কার্লো আনচেলত্তির দল।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু নতুন করে খুলে দেয়ার পর প্রথম ম্যাচ ছিল মাদ্রিদের। তবে শুরুটা ভালো হয়নি স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ শিরোপাজয়ীদের। ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় স্বাগতিক রিয়াল সমর্থকদের হতাশ করে গোল আদায় করে নেয় গেতাফে। স্প্যানিশ ফরোয়ার্ড বোরা মায়োরাল গোল করে স্তদ্ধ করে দেন লস ব্লাঙ্কোসদের। গোলের হজমের পর গেতাফের রক্ষণে আক্রমণের ঝড় তোলে রিয়াল। ম্যাচের ২৩ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল। তবে ‘ভার’ চেকে বাতিল হয়ে যায় পেনাল্টি। তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় গেতাফের গোলকিপার ডেভিড সোরিয়া। একে একে লস ব্লাঙ্কোসদের ১২টি শট ফিরিয়েছেন এই স্প্যানিশ গোলকিপার। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেয় স্বাগতিক রিয়াল। ৪৭ মিনিটে গোল করে সমতা আনেন জোসেলু। সমতায় ফিরার পর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে কার্লো আনচেলত্তির দল। তবে বারবার ডেভিড সোরিয়ার কাছে গিয়ে ব্যর্থ হয় বেলিংহাম-রদ্রিগোরা। এভাবে ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে তখনই রিয়ালের ত্রাতা হয়ে হাজির হন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। ৯৫ মিনিটে গোল করে লস ব্লাঙ্কোসদের পুরো তিন পয়েন্ট এনে দেন রিয়াল তারকা।
এই গোলের সুবাদে টানা চার ম্যাচে গোল করার অনন্য এক কৃর্তি গড়লেন বেলিংহাম। একুশ শতাব্দীতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জার্সিতে টানা চার ম্যাচে গোল করার নজির গড়লেন ২০ বছর বয়সী এই প্রতিভাবান মিডফিল্ডার।
এছাড়াও প্রথম চার ম্যাচের সবকটিতেই জিতে লা লিগার শীর্ষস্থান অটুট রাখল রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন