স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

অশ্রুসিক্ত নেইমার, ইতিহাসের সবচেয়ে বড় হারে ভেঙে পড়ল সান্তোস

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে রোববার রাতটা পরিণত হলো নেইমারের ক্লাব সান্তোসের জন্য দুঃস্বপ্নে। ৯৮ বছরের ইতিহাসে প্রথমবার নিজেদের মাঠে ছয় গোলে বিধ্বস্ত হলো পেলের ক্লাব। প্রতিপক্ষ ভাস্কো দা গামার গোলবন্যায় ডুবে গেল নেইমারের সান্তোস। গ্যালারির দর্শকরা ফিরিয়ে নিলেন দলকে, আর কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ম্যাচ শেষের কিছুক্ষণের মধ্যেই চাকরি হারান কোচ ক্লেবার জেভিয়ার।

শেষ বাঁশি বাজতেই ভেঙে পড়েন নেইমার। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় চোখের জল আটকাতে পারেননি তিনি। ভাস্কোর কোচ ফার্নান্দো দিনিজ ছুটে এসে জড়িয়ে ধরেন তাকে। ম্যাচ শেষে ভাঙা গলায় নেইমার বলেন,

এটা ছিল লজ্জাজনক, আসলেই একটা বাজে অভিজ্ঞতা। সান্তোসের জার্সি গায়ে এভাবে খেলা লজ্জার। আমাদের সবার মাথা ঠান্ডা করে ভাবা উচিত, আসলে আমরা কী করতে চাই।

৩৩ বছর বয়সী নেইমারের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে কখনোই তিনি ছয় গোলে হেরে মাঠ ছাড়েননি।

ম্যাচে ভাস্কো রীতিমতো তাণ্ডব চালায়। ফিলিপে কৌতিনিয়ো জোড়া গোল করেন, বাকিগুলো আসে লুকাস পিতোঁ, রায়ান, ডেভিড ও তচে তচের পা থেকে। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতে টানা পাঁচ গোল হজম করে একেবারে ভেঙে পড়ে সান্তোস।

এই হার সান্তোসের ব্রাজিলিয়ান লিগ ইতিহাসে নিজেদের মাঠে সবচেয়ে বড় লজ্জা। ৯৮ বছরে ভাস্কো কখনোই তাদের এত বড় ব্যবধানে হারাতে পারেনি। গ্যালারির ৫৩ হাজার দর্শকের বড় অংশ ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান, অনেকে আবার দাঁড়িয়ে থেকেই দলের প্রতি পিঠ ফিরিয়ে দেন।

ফলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় সান্তোস কর্তৃপক্ষ—চাকরি থেকে ছাঁটাই করা হয় কোচ ক্লেবার জেভিয়ারকে।

পয়েন্ট তালিকায় এই জয়ের ফলে ভাস্কো ১৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৬তম স্থানে, আপাতত অবনমন অঞ্চলের বাইরে। অন্যদিকে ২১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে থাকা সান্তোস এখন একেবারেই হুমকির মুখে, যদিও হাতে আছে একটি ম্যাচ বেশি।

ইনজুরি কাটিয়ে টানা ছয় ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন নেইমার। তবু মাঠে তিনি ছিলেন ম্লান, আর উল্টো দিকের কৌতিনিয়ো ছড়িয়েছেন আলো। এমন সময় ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি যখন বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল গঠনে ব্যস্ত, তখন নেইমারের এই পারফরম্যান্স প্রশ্ন তুলে দিচ্ছে—আসন্ন দলে তিনি কতটা অপরিহার্য?

মরুম্বির এই রাত তাই শুধু সান্তোস নয়, নেইমারের ক্যারিয়ারকেও নতুন দুশ্চিন্তায় ঠেলে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!

আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কত

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ ছিল ফেরি, চরম ভোগান্তি

লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল

আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ অপহৃত ৩ জনকে উদ্ধার

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

১০

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

১১

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১২

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

১৩

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

১৪

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়া গবেষক পলাশ

১৫

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৬

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

১৮

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X