দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ১৭তম রাউন্ডে চিলির বিপক্ষে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এস্তেভাও উইলিয়ানের গোলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।
চিলির বিপক্ষে নিজেদের মাঠে ৪ মিনিটেই বল জালে জড়িয়েছিলো ব্রাজিল। অফসাইড হওয়ায় সে যাত্রায় বেঁচে যায় চিলি। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের গোল ব্রাজিলকে শেষমেশ লিড এনে দেয়।
৪৫ মিনিটে চিলির গিয়ের্মো মারিপানকে রেফারি লাল কার্ড দেখালেও ভিএআর এর কল্যাণে মাঠ ছাড়তে হয়নি তাকে। হলুদ কার্ডে রক্ষা পান তিনি। এরপর অবশ্য গুরুতর এক ফাউলের জন্য কাসেমিরোকে হলুদ কার্ড দেখতে হয়েছে প্রথমার্ধের একেবারে শেষদিকে।
ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দেশ ব্রাজিলের কোচ হয়েছেন আনচেলত্তি বেশ কিছুদিন হলো। তবে কোচ হলেও ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে নামা হয়নি আনচেলত্তির। এবার সে স্বপ্ন পূরণ হয়েছে।
মন্তব্য করুন