

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার ব্যারাক থেকে মো. অহিদুর রহমান নামে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নোয়াখালী কবিরহাটের বাসিন্দা মো. শহীদুল্লাহর ছেলে।
রোববার (২৩ নভেম্বর) নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে নিয়মিত ডিউটি করেছিলেন এএসআই অহিদ। সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশাকুর রহমান কালবেলাকে বলেন, সকালে এক পুলিশ সদস্যের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন