আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের জায়গা হবে কিনা তা নিয়ে ভক্তদের মনে রয়েছে সংশয়। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও মনে করেন, নেইমার শুধু বিশ্বকাপ দলেই থাকবেন না বরং দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে নেইমার। গত জানুয়ারিতে সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আনচেলত্তির অধীনে এখনো ব্রাজিলের জার্সি জড়ানো হয়নি তার। সবশেষ প্রীতি ম্যাচের দল ঘোষণার আগে নতুন করে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ফলে, সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্যে তাকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছিলেন আনচেলত্তি।
বিশ্বকাপের আগে আর কোনো বাছাই পর্বের ম্যাচ না থাকায় আসরের প্রস্তুতি সারতে হয়তো কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো মনে করেন, নেইমার ফিরবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, ‘ ব্রাজিল যে কোনো কিছু অর্জন করতে পারবে যদি নেইমার থাকে। সে বিশ্বকাপ দলে থাকতে পারে এবং আমি বিশ্বাস করি সে থাকবে। বিশ্বকাপের জন্য নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সবাই শতভাগ ফিট নেইমারকে চায়। যেটা আনচেলত্তি এবং নেইমারও চায়। তার মধ্যে আমি বিশ্বকাপ দলে জায়গা করার আকাঙ্ক্ষা দেখেছি।’
রোনালদো আরও বলেন, ‘নেইমারও জানে বিশ্বকাপে খেলতে হলে তাকে কী করতে হবে। সে ভয়াবহ ইনজুরি থেকে ফেরায় কঠিন সময় পার করছে যেটা স্বাভাবিক। খেলার ছন্দে ফিরতে বারবার তাকে মানিয়ে নিতে হবে। সাফল্য পাওয়ার লক্ষ্যে আনচেলত্তি ও ব্রাজিল দল তাদের সর্বোচ্চটুকু করবে।’
এর আগে, ব্রাজিল কোচ আনচেলত্তি নেইমারের দলে ফেরার শর্ত হিসেবে ফিটনেসের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘নেইমার কেমন খেলে আমরা তা পর্যবেক্ষণ করতে যাব না, সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। যদি তার ফিটনেস সেরা অবস্থায় থাকে, তার জাতীয় দলে ঢুকতে কোনো সমস্যা হবে না। সবাই নেইমারকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ব্রাজিল দলে পেতে চায়।’
মন্তব্য করুন