লিওনেল মেসি আর রেকর্ড যেন একে অপরের সম্পূরক। ফুটবল মাঠে কত রেকর্ড যে গড়েছেন তিনি তা হিসেব রাখাই কঠিন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকো ম্যাচে দুই আ্যসিস্ট করে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়েছেন মেসি।
জোড়া আ্যসিস্ট করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল বানানোর রেকর্ড এখন মেসির দখলে। নেইমারকে (৫৯টি) পেছনে ফেলে ৬০টি গোল বানালেন আর্জেন্টাইন কিংবদন্তি। এই তালিকায় মেসি-নেইমারের পর তিনে রয়েছেন আমেরিকার ল্যান্ডন ডনোভান। তার আ্যসিস্ট ৫৮টি। সমান ৫৩ আ্যসিস্টে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে হাঙ্গেরির পুসকাস ও বেলজিয়ামে ডি ব্রুইনা।
ভেনেজুয়েলার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে বিশ্রাম থেকে ফিরেই রেকর্ড গড়লেন কিংবদন্তি মেসি। পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলে জয়ের দিন ম্যাচের ২৩তম মিনিটে মেসির পাস থেকে গোল করেন মন্টিয়েল। ৮৪তম মিনিটে লাউতারো মার্তিনেজকে অসাধারণ অ্যাসিস্ট দেন মেসি।
মন্তব্য করুন