

এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে বাংলাদেশ ও ভারত উভয় দলই ছিটকে পড়েছে। নিয়মরক্ষার ম্যাচে ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে এই দুই দল। টুর্নামেন্টের হিসাবে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ হলেও আদতে এটি বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই।
দুই দলের এই লড়াইকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আবারও উন্মাদনা শুরু হয়েছে। টিকিট নিয়েও রীতিমতো হাহাকার অবস্থা। বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয়। ছয় ক্যাটাগরির টিকিট পাওয়া যায় ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket-এ।
টিকিট ছাড়ার মুহূর্তের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। এ ব্যাপারে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে।’
এদিকে, এত দ্রুত টিকিট শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই টিকিট বিক্রিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনেছেন।
মন্তব্য করুন