আজ রাতে মাঠে গড়াচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এশিয়া মহাদেশের সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনেই মাঠে নামছে নেইমার জুনিয়রের আল হিলাল। দুদিন আগে সৌদি প্রো লিগে অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। ঘরোয়া লিগের পর এবার এএফসি চ্যাম্পিয়নস লিগেও রাতে খেলতে নামবেন নেইমার।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগাঁর বিপক্ষে খেলতে নামবে নেইমারের আল হিলাল।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল আল হিলাল। সর্বোচ্চ চার বার এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে সৌদির ক্লাবটি। এ ছাড়া গত মৌসুমে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় নেইমারের আল হিলালের।
আজ রাতে উজবেকিস্তান সুপার লিগের দল নাভবাহোরের বিপক্ষে আল হিলালের হয়ে মাঠে নামবেন নেইমার। ঘরের মাঠে অতিথি দলের বিপক্ষে জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করতে চায় জর্জ জেসুসের দল। এবার নেইমার ছাড়াও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা ইউসুফ বোনো, কৌলদু কুলিবালি, ম্যালকম ও মিলিনকোভিচ স্যাভিচদের দলে ভিড়িয়েছে আল হিলাল।
এএফসি চ্যাম্পিয়নস লিগের আল হিলালের সঙ্গে ‘ডি’ গ্রুপে রয়েছে ভারতের মুম্বাই সিটি এফসি, ইরানের নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নাভবাহোর নামানগাঁর। ঘরের মাঠে খেলার মধ্য দিয়ে মহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতে খেলতে নামবেন নেইমার। এর আগে অভিষেক ম্যাচে আল রিয়াদকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তার দল আল হিলাল।
মন্তব্য করুন