স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে বিশ্বকাপের কিছু টিকিটের দাম কমাল ফিফা

ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে সমর্থকদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভের মুখে ফিফা ২০২৬ বিশ্বকাপের কিছু টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন থেকে দলের সবচেয়ে বিশ্বস্ত সমর্থকরা ফাইনাল ম্যাচের টিকিটও পেতে পারেন মাত্র ৬০ ডলারে, যেখানে আগে তাদের দিতে হতো ৪,১৮৫ ডলার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফিফা জানিয়েছে, উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ৬০ ডলার মূল্যের টিকিট পাওয়া যাবে। এগুলো বরাদ্দ করা হবে খেলায় অংশগ্রহণকারী দলগুলোর জাতীয় ফেডারেশনের কাছে। ফেডারেশনগুলোই সিদ্ধান্ত নেবে কোন বিশ্বস্ত সমর্থকরা (যারা দেশে-বিদেশে আগের ম্যাচগুলোতে উপস্থিত ছিলেন) এই টিকিট পাবেন।

প্রতি ম্যাচে এই কম দামের টিকিটের সংখ্যা সম্ভবত কয়েকশোতে সীমাবদ্ধ থাকবে। ফিফা এটিকে "সাপোর্টার এন্ট্রি টিয়ার" নাম দিয়েছে।

ফিফা সরাসরি কারণ উল্লেখ না করলেও বলেছে, এই কম দাম "টুর্নামেন্টজুড়ে তাদের জাতীয় দলকে অনুসরণ করা ভ্রাম্যমাণ সমর্থকদের আরও সহায়তা করার জন্য" তৈরি করা হয়েছে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে হচ্ছে (আগে ছিল ৩২ দল) এবং ফিফার আয় অন্তত ১০ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু গত সপ্তাহে টিকিটের মূল্য প্রকাশের পর বিশ্বজুড়ে সমর্থকদের ক্ষোভ ছড়িয়ে পড়ে, কারণ অংশগ্রহণকারী দলগুলোর জন্য সর্বনিম্ন ক্যাটাগরির টিকিটই বরাদ্দ করা হয়নি।

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে (যেগুলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জড়িত নয়) সর্বনিম্ন দাম ছিল ১২০ থেকে ২৬৫ ডলার। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচের টিকিট কিনতে একজন সমর্থকের খরচ হতো ৭,০০০ ডলারের বেশি।

সাত বছর আগে টুর্নামেন্ট আয়োজনের দরপত্রে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রুপ পর্বে লাখ লাখ ২১ ডলারের টিকিট থাকবে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার। ২০২২ কাতার বিশ্বকাপে দাম ছিল প্রায় ৭০ থেকে ১,৬০০ ডলার।

ইউরোপীয় সমর্থকরা বিশেষ করে ক্ষুব্ধ হয়েছেন "ডায়নামিক প্রাইসিং" এবং ফিফার রিসেল প্ল্যাটফর্মে অতিরিক্ত ফি নিয়ে—যা যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্পে সাধারণ, কিন্তু ফুটবল সমর্থকদের কাছে নয়। ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফার এই পদক্ষেপকে স্বাগত জানালেও বলেছে, "এই পরিবর্তন যথেষ্ট নয়" এবং প্রতিবন্ধী সমর্থকদের জন্য দামের কাঠামো ও সঙ্গী টিকিটের অভাব তুলে ধরেছে।

তারা আরও বলেছে: "এখন পর্যন্ত ফিফার এই ঘোষণাকে আমরা বিশ্বজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে একটি তোষামোদের কৌশল ছাড়া আর কিছু মনে করছি না। আমরা ফিফাকে সঠিক সংলাপে বসে এমন সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি যা সমর্থকদের অবদান ও প্রতিবন্ধী সমর্থকদের মর্যাদাকে সম্মান করে।"

ফিফা দলগুলোর ম্যাচের জন্য ৮ শতাংশ টিকিট জাতীয় ফেডারেশনকে বরাদ্দ করে, এবং এর মধ্যে ১০ শতাংশ ৬০ ডলারে বিক্রি হবে। ফাইনালে প্রায় ৪৫০টি টিকিট এই দামে পাওয়া যাবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিফাকে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এক্স-এ পোস্ট করে বলেছেন: "ফিফার কিছু কম দামের সমর্থক টিকিটের ঘোষণাকে আমি স্বাগত জানাই। কিন্তু ইংল্যান্ডের টিকিট জমিয়ে কেনার অভিজ্ঞতা থেকে বলছি, ফিফাকে আরও বেশি করতে উৎসাহিত করছি যাতে টিকিট আরও সাশ্রয়ী হয় এবং বিশ্বকাপ খাঁটি সমর্থকদের স্পর্শ হারিয়ে না ফেলে।"

ফিফার এক কর্মকর্তা বলেছেন, তারা প্রতিক্রিয়া শুনেছে এবং এই নতুন ক্যাটাগরি "সঠিক পদক্ষেপ"।

ফিফা আরও জানিয়েছে, তারা বিশ্বকাপ থেকে আয় পুনর্বিনিয়োগ করে ২১১ সদস্য দেশে পুরুষ, মহিলা ও যুব ফুটবলের উন্নয়নে কাজ করে।

গত শুক্রবার থেকে টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু হওয়ার পর ২০ মিলিয়ন অনুরোধ এসেছে। নির্দিষ্ট ম্যাচের জন্য "র্যান্ডম সিলেকশন ড্র" চলবে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। সফল আবেদনকারীরা ফেব্রুয়ারিতে ইমেইলে জানতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে চার্জ করা হবে।

মঙ্গলবার আরেক পদক্ষেপে ফিফা জানিয়েছে, ১৯ জুলাই ফাইনালের পর রিফান্ডে প্রশাসনিক ফি মওকুফ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন!

কারাগারেই থাকছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ

যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে : স্বস্তিকা

অর্থনীতিতে অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড পেলেন লায়ন শাহ নেওয়াজ

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে ২ সন্দেহভাজন আটক

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা

বিইউবিটিতে ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’: রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ

এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে, হাদি ইস্যুতে জুমা

আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলন / দেশীয় চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান চসিক মেয়রের

১০

বাংলাদেশের অটোমোবাইল খাতে নতুন দিগন্তের সূচনা করল টয়োটা

১১

চারটি মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন অপু

১২

মালদ্বীপে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

১৩

শীতে সারাদিন কতটুকু পানি কম পান করা উচিত

১৪

গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

১৫

সমালোচনার মুখে বিশ্বকাপের কিছু টিকিটের দাম কমাল ফিফা

১৬

যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু : চমক

১৭

মুখোমুখি যুুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা, নজিরবিহীন যুদ্ধের হুমকি

১৮

নতুন মামলায় সেই মেজরের স্ত্রী সুমাইয়া গ্রেপ্তার

১৯

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি

২০
X