

ওপার বাংলার গ্ল্যামার আর সাহসের আরেক নাম স্বস্তিকা মুখার্জি। সমালোচনার ঝড়, কটাক্ষের তীর— কিছুই যেন তাকে দমাতে পারে না। অতিরিক্ত খোলামেলা উপস্থিতি নিয়ে বারবার বিতর্কে জড়ালেও, নিজের শর্তেই নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। কিছুদিন আগে বিকিনি লুকে ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছিলেন স্বস্তিকা— যার রেশ কাটতে না কাটতেই এবার হাজির হলেন নতুন চমক নিয়ে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজের সোশ্যাল হ্যান্ডেল একগুছ ছবি প্রকাশ করেন স্বস্তিকা। দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে অভিনেত্রী। সাদামাটা হলেও স্টাইলিশ একটা লুক ছিল তার মাঝে; ছিল আত্মবিশ্বাসী ভঙ্গিও। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’ এদিকে তার এই ছবিগুলো দেখে নেটিজেনরা মন্তব্যের বেশ প্রশংসা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল প্রসঙ্গে এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ বোঝালেন, তীর্যক মন্তব্যে একেবারেই গুরুত্ব দেন না তিনি।
টালিউডের ৪৫ বছর বয়সীএই নায়িকা পর্দার বাইরেও তার পোশাক-ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন- সব ধরনের পোশাকেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলে মাঝেমধ্যেই কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।
মন্তব্য করুন