স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ
ইউরো বাছাই

গ্রিসের বিপক্ষে ফ্রান্সের কষ্টার্জিত জয়

গ্রিসের সাথে গোলের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
গ্রিসের সাথে গোলের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের আধিপত্য ধরে রাখল ফ্রান্স। সোমবার (১৯ জুন) নিজেদের মাঠে গ্রিসকে ১-০ ব্যবধানে হারায় ২০২২ বিশ্বকাপের রানার্সআপ দলটি। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে এমবাপ্পে-গ্রিজমানরা। এই চার ম্যাচের একটিতেও গোল হজম করেনি দিদিয়ের দেশমের শিষ্যরা।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারিসে সোমবার রাতের ‘বি’ গ্রুপের ম্যাচটি জিতে ফ্রান্স। এই জয়ের সুবাদে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান পাকাপোক্ত করল ২০১৮ বিশ্বকাপজয়ীরা।

গ্রিসের চেয়ে এমবাপ্পের দল বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সহজে গোল করতে পারেনি ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে নিজেদের জমাট ডিফেন্সে ফ্রান্সকে আটকে দেয় গ্রিস। এমবাপ্পে, কামাভিঙ্গা ও গ্রিজম্যানদের সফরকারীরা বেশ ভালোভাবেই আটকে রাখে। ফলে বিরতির আগপর্যন্ত গোলের দেখা পায়নি ফরাসি শিবির। যদিও ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পেতে পারত ফ্রান্স। গ্রিসের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জে এমম্বাপ্পে বক্সের ভেতর পড়ে যান। এরপর পেনাল্টির আবেদন করলেও ফ্রান্সের আবেদনে সাড়া দেননি রেফারি।

প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। বক্সে হেড নিতে যাওয়া অঁতোয়ান গ্রিজমানের মাথায় বুট দিয়ে আঘাত করেছিলেন গ্রিক ডিফেন্ডার কনস্টান্টিনোস মাভ্রোপানোস। প্রথমে পেনাল্টি আবেদন নাকচ করে দিলেও। ভিএআরের সাহায্যে ফরাসি শিবিরকে পেনাল্টি দেন রেফারি। গ্রিসের ডিফেন্ডারও হলুদ কার্ড দেখেন।

স্পট-কিকে শুরুতে এমবাপ্পের শট ঠেকিয়ে দেন গ্রিস গোলকিপার। কিন্তু গোলকিপার লাইন থেকে বেরিয়ে আসায় আবার সুযোগ পায় ফ্রান্স। এবার আর গোল করতে ভুল করেননি এমবাপ্পে।

এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এমবাপ্পের গোল হলো ৫৪টি। এক মৌসুমে ফরাসি খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ।

গ্রিসের মাভ্রোপানোস ৬৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় দলটি। সেখান থেকে আর ম্যাচের ফিরতে পারেনি তারা। অন্যদিকে ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণ করে যায় ফ্রান্স। তবে এমবাপ্পে, কোলো মুয়ানিরা গোল ব্যবধান আর বাড়াতে পারেননি।

এই ম্যাচ হারলেও গ্রুপে নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে গ্রিস। আরেক ম্যাচে জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে চারে দুই ম্যাচ খেলা নেদারল্যান্ডস। চার ম্যাচের সবগুলো হেরে তলানিতে জিব্রাল্টার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১০

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১১

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১২

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৩

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৪

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৫

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৬

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৭

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৮

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৯

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

২০
X