স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৬:৫৯ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে’

প্রথম ফুটবলার হিসেবে  দুই শ ম্যাচ খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো । 
প্রথম ফুটবলার হিসেবে দুই শ ম্যাচ খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো । 

বর্ণিল ক্যারিয়ারে গড়েছেন অনেক রেকর্ড। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও তার সামনে হাতছানি দিচ্ছে অনন্য এক রেকর্ড। ইউরো বাছাই পর্বের ম্যাচে আজ রাতে আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই নতুন এক মাইলফলকে নাম লেখাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে তিনি স্পর্শ করবেন দুই শ ম্যাচ খেলার নতুন এক কীর্তি।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের জার্সিতে রোনালদো খেলেছেন ১৯৯ ম্যাচ। গত মার্চে লিখটেনস্টেইনের বিপক্ষে মাঠে নেমে ভেঙে দেন কুয়েতের ফুটবলার আল মুয়াতার সর্বোচ্চ ১৯৬ ম্যাচ খেলার রেকর্ড। এবার রোনালদোর সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি। রোনালদোর এমন কীর্তি পর্তুগিজ ফুটবলের জন্য পরম গর্বের বলে উল্লেখ করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলও রোনালদোর। পর্তুগালের হয়ে গোল করেছেন ১২২টি। কাতার বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও ৩৮ বছর বয়সী এই তারকা উইঙ্গারের।

ইউরো বাছাই পর্বে আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে নতুন ইতিহাস গড়ার প্রাক্কালে বেশ রোমাঞ্চিত ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রেকর্ড নিয়ে রোনালদো যা বলেছেন, তাতে সবার ভ্রু কুচকে যাওয়ার কথা। তিনি বলেছেন, রেকর্ডের পেছনে আমি ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।

রোনালদো বলেন, ‘আমার জন্য এটি গুরুত্বপূর্ণ একটা মাইলফলক। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলব, এমন কিছুর জন্য আমি খুব গর্বিত, কারণ আমি কখনও ভাবিনি যে এখানে যেতে পারব। তবে আমাকে চালিয়ে যেতে হবে। আমার আরও অনেক কিছু করার আছে।’

নতুন রেকর্ড নিয়ে তিনি আরও বলেন, ‘আমি সুন্দর একটা সংখ্যার মালিক হব, যা আর কারও নেই। সত্যি কথা বলতে, আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে। আমি খুশি, এটি জাতীয় দলে সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য আমার অনুপ্রেরণা। এটি এমন কিছু ছিল যা আমি কখনই ভাবিনি যে আমি অর্জন করতে পারব।

কাতার বিশ্বকাপের পর শঙ্কা জেগেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে এগিয়ে যাচ্ছেন রোনালদো। ফার্নান্দো সান্তোসের পরিবর্তে পর্তুগালের নতুন কোচ হয়ে আসা রবার্তো মার্তিনেজও রোনালদোর ওপর আস্থা রেখেছেন। রোনালদোর নতুন কীর্তি সম্পর্কে তিনিও বেশ রোমাঞ্চিত।

আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পর্তুগাল হেড কোচ বলেন, ‘এই ম্যাচটি উদযাপনের কারণ হতে চলেছে। সবার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি পর্তুগিজ ফুটবলের জন্য অনেক গর্বের। তার কারণে পর্তুগিজরাও গর্বিত। এমনকি বিশ্ব ফুটবলও তার পারফরম্যান্সে মুগ্ধ। কারণ প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। যা সত্যিই বিশেষ এক ঘটনা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১০

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১১

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১২

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৩

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৪

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৫

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৬

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৭

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৮

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৯

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

২০
X