স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৪০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলকে বিদায়ই বলে দিলেন হ্যাজার্ড   

এডেন হ্যাজার্ড। ছবি: সংগৃহীত
এডেন হ্যাজার্ড। ছবি: সংগৃহীত

চেলসির হয়ে খেলার সময় এডেন হ্যাজার্ডকে ভাবা হতো মেসি-রোনালদোর পর ফুটবলের পরবর্তী তারকা হিসেবে। তবে চেলসি ছেড়ে পৃথিবীর অন্যতম বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদে গিয়ে নিজের যে সম্ভাবনা ছিল তা আর পূরণ করতে পারেনি বেলজিয়ামের এই উইঙ্গার। ইনজুরিতে পড়ে কখনোই রিয়াল মাদ্রিদে নিয়মিত হতে পারেননি তিনি। রিয়াল মাদ্রিদও তাকে গত মৌসুম শেষে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

চুক্তি শেষ হওয়ার পর আর মাঠে দেখা যায়নি এডেন হ্যাজার্ডকে। নতুন মৌসুম শুরু হলেও যোগ দেননি কোনো ক্লাবে। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে বেলজিয়াম গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর অবসর নেন জাতীয় দল থেকে। এবার পেশাদারি ফুটবলকেও বিদায় জানিয়ে দিলেন হ্যাজার্ড। সেটিও মাত্র ৩২ বছর বয়সে।

চাইলেই আরও বেশ কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারতেন বেলজিয়ান উইঙ্গার। তার চেয়েও বেশি বয়সে এখনো ইউরোপ মাতাচ্ছেন অনেক ফুটবলার। তবে রিয়াল মাদ্রিদে এসে নিজের জাদু হারিয়ে ফেলা ‘উইজার্ড’ হ্যাজার্ড বুঝলেন এখনই থামার সময়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনাকে অবশ্যই নিজের কথা শুনতে হবে এবং ঠিক সময়ে থামতে হবে। ১৬ বছরে আমি ৭০০ ম্যাচ খেলেছি। পেশাদারি ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলাম।’

প্রায় দেড় দশকের পেশাদারি ক্যারিয়ারে হ্যাজার্ড প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ ও লা লিগা জিতেছেন। গত মৌসুম শেষে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর তাঁকে আর কোনো ক্লাবের জার্সিতে দেখা যায়নি। গত জুনে দ্য আথলেতিক এক প্রতিবেদনে জানায়, অবসরের চিন্তাভাবনা করছেন হ্যাজার্ড। সেটিও আজ আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে সাবেক চেলসি তারকা আরও লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে, ক্যারিয়ারে সেরা কোচ ও সতীর্থদের সাক্ষাৎ পেয়েছি। দুর্দান্ত কিছু সময়ের জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে মিস করব। আমার পরিবার, বন্ধু উপদেষ্টা এবং ভালো ও খারাপ সময়ে যারা আমার খুব কাছাকাছি ছিল তাদের বিশেষ ধন্যবাদ।’

‘অবশেষে অসংখ্য ধন্যবাদ আপনাকে, তোমাকে ও আমার সমর্থকদের। যারা আমাকে এত বছর ধরে অনুসরণ করেছেন। যেখানে আমি খেলেছি, আপনারা আমাকে সাহস জুগিয়েছেন। শিগগিরই মাঠের বাইরে দেখা হবে আমার বন্ধুরা’, যোগ করেন হ্যাজার্ড।

২০১৯ সালে চেলসি ছেড়ে ৮৯ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন হ্যাজার্ড। চার বছরে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাত্র ৫৪টি লিগ ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ২০২২-২৩ মৌসুমে মাত্র ৬টি। চোট ও ফর্মহীনতার কারণে অধিকাংশ সময় বেঞ্চ গরম করতে হয়েছে তাঁকে।

তার আগে চেলসির প্রাণভোমরা ছিলেন হ্যাজার্ড। কিন্তু সেই ফর্ম নিয়ে যেতে পারেননি মাদ্রিদে। স্ট্যামফোর্ড ব্রিজে থাকতে দুটি প্রিমিয়ার লিগ জিতেছেন, ৩৫২ ম্যাচে করেছেন ১১০ গোল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

১০

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

১২

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

১৬

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

১৭

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

১৮

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১৯

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

২০
X