লিওনেল মেসি—যে নামে এক হয় পুরো বিশ্ব। যার বাঁ পায়ের জাদুকরি ফুটবলে মুগ্ধ গোটা দুনিয়া। ফুটবল মহাতারকার ৩৬তম জন্মদিন আজ। অন্যান্য জন্মদিনের চেয়ে এবার মেসির কাছে নিশ্চয়ই একটু ভিন্ন। কারণ বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো জন্মদিন পালন করেছেন তিনি।
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সারা বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ জেতানো তারকা।
বাঁ পায়ের ফুটবলশৈলীতে পুরো বিশ্বকে মাতানো মেসির শৈশবটা ছিল খুবই কঠিন। মাত্র ১০ বছর বয়সে তার শরীরে হরমোনজনিত জটিলতা দেখা দেয়। নিওয়েলস বয়েজ ক্লাবের প্রাঙ্গণ মাতানো বালকটি আর কখনো ফুটবল খেলতে পারবে কিনা, তা নিয়ে তৈরি হয় শঙ্কা। তার অসামান্য প্রতিভা দেখে সেই শঙ্কার অবসান ঘটায় বার্সেলোনা। ২০০০ সালে মেসির চিকিৎসার দায়িত্ব নেয় তারা।
এরপর পৃথিবীজুড়ে বাঁ পায়ে মেসি যা রচনা করেছেন, সেগুলোকে রূপকথা ছাড়া আর কী বা বলা যায়। মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় ক্ষুদে জাদুকরের। কাতালান ক্লাবটিতে যোগদানের পর টানা দুই দশক পুরো ফুটবলবিশ্বকে নিজের বাঁ পায়ের জাদুতে মাতিয়ে রাখছেন আর্জেন্টাইন তারকা।
বার্সেলোনায় অভিষেকের পর ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল এবং পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি। এ ছাড়া আর্জেন্টিনার হয়ে ১৭৫ ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৩ গোল করেছেন তিনি।
প্রথম চার বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে ছোঁয়া হয়নি সোনালি ট্রফি। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পান মেসি। এরপর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পায় আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ার।
বার্সেলোনার জার্সিতে ২০০৫ সালে প্রথম লা লিগার শিরোপা জেতেন তিনি। এরপর ২০০৬ সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এরপর এমন অনেক শিরোপা জয়, এমন অনেক বিশেষ জন্মদিন গেছে মেসির। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে পালন করেন ৩৪তম জন্মদিন। একই রকমভাবে ২০২২ সালে ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা জিতে পালন করেছেন ৩৫তম জন্মদিন। আর এবার বিশ্বজয়ীর বেশে পালন করছেন ৩৬তম জন্মদিন। শুভ জন্মদিন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি।
মন্তব্য করুন