বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে মালদ্বীপের সঙ্গে লড়াই করছে বাংলাদেশ। রোববার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে এগিয়ে আছে লাল সবুজ জার্সিধারীরা।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৭ মিনিটে হামজাথ মোহাম্মদের গোলে লিড নেয় মালদ্বীপ। ম্যাচে ফিরতে খুব বেশি দেরি করেনি বাংলাদেশও। ৪২ মিনিটে রাকিব হোসাইনের গোলে স্কোরলাইন ১-১ করে ক্যাবরেরার শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে রক্ষণ সামলে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। তার ফলও পেয়ে যায় তারা। ৬৭ মিনিটে কর্ণার কিকে বক্সে জটলার মধ্য থেকে মালদ্বীপের জাল কাঁপান তারেক কাজী।
প্রথম ম্যাচে বাংলাদেশ লেবাননের কাছে হেরে যায় ২-০ গোলে। মালদ্বীপের সঙ্গে জিততে পারলে সেমির স্বপ্ন বেঁচে থাকবে বাংলাদেশের। বি গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ ভূটানের বিরুদ্ধে ২৮ জুন।
মন্তব্য করুন