মেজর লিগ সকারে (এমএসএল) এবারের আসরের শিরোপা জিতেছে কলম্বাস ক্রিউ। টুর্নাসেন্টের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবকে হারিয়েছে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কলম্বাস।
শনিবার (৯ ডিসেম্বর) লোওয়ার ডট কম ফিল্ড স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলসকে ২-১ গোলে হারিয়েছে কলম্বাস ক্রিউ। নিজেদের ঘরের মাঠে ক্রিউয়ের হয়ে গোল দুটি করেন কুচো হার্নান্দেজ ও ইয়াও ইয়েবোহ। লস অ্যাঞ্জেলসের হয়ে একটি গোল পরিশোধ করেন ডেনিস বোয়াঙ্গার।
এমএলএসে সর্বাধিক শিরোপা জয়ের নজির রয়েছে লস অ্যাঞ্জেলেসের। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৫ বার ট্রফি জিতেছে তারা। অন্যদিকে এবার নিয়ে ক্রিউয়ের লিগ জয়ের সংখ্যা ৩। সবশেষ ২০২০ সালে এমএলএস চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ঘরের মাঠে প্রথমার্ধে দুই গোলের লিড নেয় কলম্বাস। ৩২ মিনিটে ডি-বক্সের ভিতরে হাতে বল লাগান লস অ্যাঞ্জেলেস ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে সহজে বল জালে জড়ান কলম্বাসের কুচো হার্নান্দেজ। ৫ মিনিট পরে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। মধ্যমাঠ থেকে ইয়াও ইয়েবোহকে পাস বাড়ান ডেনিশ ডিফেন্ডার মাল্টে এমাউন্ডসেন। দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দিগুণ করেন কিউ ফুটবলার।
বিরতি থেকে ফিরে আসার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে গত আসরের শিরোপাধারীরা। পাঁচবার গোলপোস্ট লক্ষ্য করে শট নেয় লস অ্যাঞ্জেলেস। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করেন গ্যাবনের ফরোয়ার্ড ডেনিস বোয়াঙ্গার। দুবারের চেষ্টায় কলম্বাস গোলকিপারকে পরাস্ত করেন অ্যাঞ্জেলেস তারকা। বাকি সময়ে আর গোল না করতে পারায় ২-১ ব্যবধানে শিরোপা জিতে নেয় কলম্বাস ক্রিউ।
এমএলএস শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন কলম্বাস ম্যানেজার উইলফ্রেইড ন্যান্সি। প্রথম কৃষ্ণাঙ্গ কোচ হিসেবে এমএলএস লিগের শিরোপা জেতার নজির গড়েন ৪৬ বছর বয়সী সাবেক ফরাসি ফুটবলার।
মন্তব্য করুন