স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারালো ম্যান সিটি 

প্রিমিয়ার লিগে আবারও হতাশ হতে হলো সিটির। ছবি: সংগৃহীত
প্রিমিয়ার লিগে আবারও হতাশ হতে হলো সিটির। ছবি: সংগৃহীত

এর আগের মৌসুমে আর্সেনালের কাছে প্রায় হারাতে বসা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঠিকই জয় করে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে আরো দুই শিরোপা জিতে পরম আরাধ্য ট্রেবলও জিতেছিল রদ্রি-হলান্ডেরা। তবে এবার গত মৌসুমের অপ্রতিরোধ্য দলটি যেন নিজেদের হারিয়ে খুঁজছে। যে দল কখনো লিগের ১-২ এর নিচে নামে না তারাই এবার বারবার হোঁচট খেয়ে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলের চার এ। যার সর্বশেষটি এলো আজ ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেস এর বিপক্ষে। ২-০ গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারালো পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

শনিবার (১৬ ডিসেম্বর) নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দুর্বল ক্রিস্টাল প্যালেস এর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। সিটির পক্ষে গ্রিলিস ও রিকো লুইস গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেও পরে মাতেতা ও শেষ মুহূর্তের পেনাল্টিতে ওলিসে গোল করলে ম্যাচটি সমতায় শেষ হয়। এর ফলে প্রিমিয়ার লিগে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই পয়েন্ট হারালো সিটিজেনরা।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির যে দুঃসময় চলছে তার বলার নয়। শেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটি তাও সেটি আবার পুঁচকে লুটন টাউনের বিপক্ষে। ঐ ম্যাচেও এক শূন্য গোলে পিছিয়ে থেকে জয় আনতে হয়েছে সিটির। আজ অবশ্য নিজেদের ঘরের মাঠে সিটির লক্ষ্য ছিল সহজ জয় দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠা তবে তা আর হয়ে উঠল না। আবারো পয়েন্ট হারাতে হল গার্দিওয়ালার শিষ্যদের।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেতে পারতো সিটি। তবে ডি-বক্সে ঢুকে আলভারেজের শট প্যালেস গোলকিপারকে পরাস্ত করতে পারে নি। ষোড়শ মিনিটে আবারও ভীতি ছড়ায় সিটি এবং অল্পের জন্য বেঁচে যায় ক্রিস্টাল প্যালেস। ডি-বক্সে রদ্রির শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

প্রথম ১৮ মিনিটে গোলের উদ্দেশ্যে ছয়টি শট নেওয়া সিটি এগিয়ে যায় ২৪তম মিনিটে। ফিল ফোডেনের ছোট করে বাড়ানো থ্রু বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে জালে পাঠান গ্রিলিশ।

বিরতির আগে গোলের জন্য আরও আটটি শট নিয়েও গোলের দেখা পায়নি গ্রিলিশ-ফোডেনরা।

দ্বিতীয়ার্ধে নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। ফোডেনকে উদ্দেশ করে গ্রিলিশের বাড়ানো পাস মাঝপথে আটকে দেন প্যালেসের এক খেলোয়াড়, তবে তার পায়ে লেগে বল চলে যায় বক্সে। সেখানে হাফ ভলিতে বল জালে পাঠিয়ে লিগে নিজের প্রথম গোলের উল্লাসে মাতেন রিকো লুইস।

৬৩তম মিনিটে অসাধারণ এক সেভ করে ব্যবধান আরও বাড়তে দেননি ডিন হেন্ডারসন। সিলভার জোরাল কোনাকুনি শট ঝাঁপিয়ে কোনোমতে এক হাত দিয়ে বাইরে পাঠান ইংলিশ গোলরক্ষক।

৭৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে লক্ষ্যে প্রথম শট নিতে পারে প্যালেস এবং তা থেকে গোলও পেয়ে যায় তারা। মাঝমাঠের আগে থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো ধ্রু বল ধরে এবং পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে সুযোগ না দিয়ে গোলমুখে পাস দেন জেফরি শ্লাপ। আর দারুণ এক স্লাইডে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড মাতেতা।

চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিটি মিডফিল্ডার ফোডেন ডি-বক্সে মাতেতাকে বিপজ্জনক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর নিখুঁত স্পট কিকে দলকে উচ্ছ্বাসে ভাসান মিডফিল্ডার ওলিস।

এই ড্রয়ে লিগ টেবিলে দুইয়ে ওঠার সুযোগ হারাল সিটি। ১৭ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা আছে চতুর্থ স্থানে।

১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে আর্সেনাল ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং অ্যাস্টন ভিলা ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে। আর প্যালেসের অবস্থান ১৫ নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১০

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১১

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১২

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৩

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৪

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৫

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৬

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৭

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৮

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৯

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

২০
X