স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাব্যের মহানায়ক লিওনেল মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মহাকাব্যের মহানায়ক লিওনেল মেসি। মহাকাব্য ঠিক এমনই হয়। ঠিক এমনই। যেমন করে একটা মহাকাব্যে থাকে ট্র্যাজেডি, দুঃখ, না পাওয়ার বেদনা অবশেষে আনন্দ। মিলিয়ে নিতে পারেন। সাহিত্যে মহানায়কের সংজ্ঞায় যে গুণগুলো থাকা দরকার আর্জেন্টাইন অধিনায়করে মধ্যে কোন জিনিসটা কমতি আছে?

রোজারিওর সেই ছোট্ট মেসি। যাকে কিনা হরমোন সমস্যার জন্য ছোটবেলায় থেমেই যেতে হতো। তবে কেউ কি জানত, সেই মেসিই একদিন পাবে অমরত্ব, হবেন সর্বকালের সেরাদের একজন। অদম্যরা কখনো দমে যান না। অদম্যরা ইতিহাস গড়েন। স্বর্গের সঙ্গে মিতালি করার ইতিহাস। মেসি তাদেরই একজন।

২০১৪ সালের কথা। সব পাওয়া মেসি না পাওয়া বিশ্বকাপের খুব কাছাকাছি। তবে ঈশ্বর যে মুখ ফিরিয়ে রেখেছেন। শেষ মুহূর্তের ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হলো সব। সবাই বললো দেশের জার্সিতে অপয়া মেসি। কোনদিনই দেশকে কিছু দিতে পারবেন না। মেসি আর্জেন্টিনার নন মেসি বার্সেলোনার।

মেসি রোবট নন রক্তে-মাংসে গড়া মানুষ। তাইতো তারও অভিমান আছে, রাগ আছে আছে ক্ষোভ। না পাওয়ার কষ্ট নিতে পারেন নাই মেসি। তাই অবসর নিয়েছিলেন আকাশি-নীল শিবির থেকে। নানা চড়াই-উতরাই পার করে আবারও ফিরেছেন। কারণ তিনি জানতেন তিনি পারবেন। পারবেন অমর হতে। মহাকাব্যের মহানায়ক হতে। মেসি এলেন দেখলেন জয় করলেন।

মারাকানা থেকে লুসাইল স্টেডিয়াম। সময়ের ব্যবধান আট বছর আর দূরত্বে আট হাজার মাইল। মারাকানায় কেঁদেছিলেন মেসি, সতীর্থ, কিংবা গ্যালারি ভর্তি সমর্থক। সাথে ছিলো বিশ্বের আনাচে কানাচে আর্জেনিটনার কোটি ভক্ত। লুসাইলেও কেঁদেছেন সবাই। তবে কান্নার রঙটা ছিল আলাদা। আর্জেন্টিনার ছত্রিশ বছরের শিরোপা খরা ঘোচানোর সুখের কান্না। গন্ধটা ছিলো প্রাপ্তির। লিওনেল মেসির প্রাপ্তির।

লুসাইলে ১৮ ডিসেম্বর মেসি পেয়েছেন অমরত্ব। তবে তিনি একা নন। যারা জীবনে একবারের জন্য হলেও মেসি নামের আবেগে ভেসেছে, একবারের জন্য হলেও মেসির ওই কান্নায় আক্ষেপের অনলে পুড়েছে, না পাওয়ার হাহাকার করেছে সেই কোটি মানুষও জিতেছেন। গেলো ৩৬৫ দিনে অসংখ্য প্রহর জানিয়ে দিয়ে যায়, মেসি কেবল একা জিতেননি কোটি মানুষ জিতেছে এক মেসিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১০

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১১

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১২

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৩

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৪

আজ বিশ্ব পুরুষ দিবস

১৫

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৬

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৭

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৮

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৯

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

২০
X