বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্পন্সর তালিকায় যুক্ত হচ্ছে নতুন আরেক প্রতিষ্ঠান। শুক্রবার শুরু হতে যাওয়া ২০২৩-২৪ মৌসুমের টাইটেল স্পন্সর হচ্ছে এবিজি।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। এবার একই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এবিজি ঘরোয়া শীর্ষ লিগের পাশে থাকছে। ২০০৭ সালে বাংলাদেশ ফুটবলে পেশাদার লিগ শুরুর পর এটি হতে যাচ্ছে টাইটেল স্পন্সর হওয়া নবম প্রতিষ্ঠান। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিংবা স্পন্সর প্রতিষ্ঠান। বাফুফের দায়িত্বশীল একটি সূত্র, লিগের টাইটেল স্পন্সরের বিষয়ে কালবেলাকে নিশ্চিত করেছে।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত লিগের টাইটেল স্পন্সর ছিল বিলুপ্ত হয়ে যাওয়া মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান সিটিসেল। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত টাইটেল স্পন্সর ছিল গ্রামীণফোন। ২০১৩-১৪ মৌসুমে লিগের স্পন্সর ছিল নিটল টাটা। পরের দুই মৌসুমে ঘরোয়া শীর্ষ লিগের পাশে ছিল যথাক্রমে মান্যবর ও জেবি গ্রুপ। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত লিগের পৃষ্ঠপোষক ছিল সাইফ পাওয়ার ব্যাটারি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ছিল টিভিএস। সর্বশেষ মৌসুমে টাইটেল স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ।
নতুন টাইটেল স্পন্সরের পাওয়া লিগ আমুল বদলে দিতে চান লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। ক্লাবগুলোর অংশগ্রহণ ফি বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। টাইটেল স্পন্সরের কাছ থেকে কী পরিমাণ অর্থ পাওয়া যায় তার ওপর নির্ভর করছে বিষয়টি। এ ছাড়া লিগের তথ্যবহুল ওয়েবসাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান। লিগের মার্কেট ভেল্যু বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে লিগসংক্রান্ত কার্যক্রম বৃদ্ধির কথা জানানো হয়েছে।
মন্তব্য করুন