আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী ফুটবল সুপারস্টার লিওনেল মেসির নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। সম্প্রতি ক্লাবটির মালিক হোর্হে ম্যাস আর্জেন্টাইন অধিনায়ককে মার্কিন মুলুকে আনার চুক্তির ব্যাপারে স্প্যানিশ পত্রিকা এল পাসের সাথে কথা বলেন। সেখানে তিনি জানান, মেসিকে আনতে তার তিন বছর ধরে আলোচনা করতে হয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা দুই বছরের প্যারিস অধ্যায় শেষ করে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দিবেন ইন্টার মায়ামিতে।
এল পাসকে ম্যাস বলেন, ‘২০১৯-এ মেসি যখন বার্সায় ছিলেন তখন থেকেই আমরা ভাবতে শুরু করি কীভাবে আমরা তাকে মায়ামিতে নিয়ে আসতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমি আমার জীবনের তিন বছর এই চুক্তির পেছনে ব্যয় করেছি। মেসির বাবা ও এজেন্ট হোর্হের সাথে চুক্তির আর্থিক বিষয়গুলো নিয়ে আমার অনেকবার আলাপ হয়েছে। আর লিওর সাথে ফুটবলবিষয়ক ব্যাপারগুলো নিয়ে ডেভিড (বেকহাম) আলাপ করেছে।’
অবশ্য মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার আগে সম্ভাবনা ছিল পুরোনো ক্লাব বার্সায় ফেরার। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কাতালানের ক্লাবটি ফিরিয়ে নিয়ে আসতে পারেনি তাদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে। সুযোগ ছিল সৌদিতে যাওয়ারও কিন্তু মেসি বেছে নেন যুক্তরাষ্ট্রকে।
ম্যাস এই চুক্তি নিয়ে আরও বলেন, মে মাসের শেষে এসে আমার বিশ্বাস তৈরি হয় যে আমরা মেসিকে পাচ্ছি। তবে আমরা তাকে কোনো চাপে ফেলতে চাইনি। বার্সেলোনা, দোহা, মায়ামি এবং রোসারিওতে আমাদের আলোচনা হয়েছে। পুরো বিশ্বকাপের সময়টা আমি কাতারে কাটিয়েছি শুধু মেসির খেলা দেখার জন্য। তবে এই চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে অ্যাপেলের ভূমিকা অনেক ছিল।
উল্লেখ্য, মার্কিন টেক জায়ান্ট অ্যাপেল বিশ্বকাপে মেসির যাত্রা নিয়ে চার পর্বের ডকুমেন্টারি বানাচ্ছে তাদের টিভির জন্য। আবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সম্প্রচার স্বত্বের মালিকও আইফোন খ্যাত এই প্রতিষ্ঠান।
বর্তমানে ছুটিতে থাকা মেসি ইন্টার মিয়ামির সাথে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। সাথে এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগও থাকবে। ম্যাস আরও নিশ্চিত করেন যে, আর্জেন্টিনার অধিনায়ক প্রতি বছর ৫০ মিলিয়ন থেকে ৬০ মিলিয়ন ডলার উপার্জন করবেন। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫৫০০ কোটি টাকা।
মন্তব্য করুন