কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল-সিবিএফের সূত্র দিয়ে ব্রাজিলের গণমাধ্যমগুলো জানিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। সেই হিসেবে ২০২৪ সালের জুন কোপা আমেরিকা টুর্নামেন্টের আগে সেলেসাওদের দায়িত্ব নেওয়ার কথা ছিল ইতালিয়ান কোচের।
এর কারণে ততদিন অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে সেই আশায় পানি ঢেলেছেন আনচেলত্তি। দিনিজকে স্থায়ীভাবে নিয়োগ না দিলে, নতুন করে কোচ খোঁজা শুরু করতে হবে সিবিএফকে। এখন প্রশ্ন হচ্ছে আনচেলত্তি- না করে দেওয়ার পর, কে হতে পারেন ব্রাজিলের স্থায়ী কোচ। সম্ভাব্য কয়েকজনের নাম প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ও গ্লোবো। কালবেলার পাঠকদের জন্য তা তুলে ধরা হচ্ছে-
আবেল ফেরেইরা
এই তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগালের জন্ম নেওয়া আবেল ফেরেইরা। খেলোয়াড়ি জীবন শেষে ২০১১ সালে নাম লেখান কোচিংয়ে। ২০২০ সালে পালমেইরাসের দায়িত্ব নেওয়ার পর জিতেছেন ৯ শিরোপা। এর মধ্যে দুটি রয়েছে দক্ষিণ আমেরিকা ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব। দুবার ব্রাজিলের লিগ জেতা এই কোচ বেশ এগিয়ে আছেন বলে জানায় ব্রাজিলের একটি গণমাধ্যম।
জর্জ জেসুস
ফেরেইরার মতো জর্জ জেসুসের জন্ম পর্তুগালে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের দায়িত্ব পালন করেন ৬৯ বছর বয়সী এই কোচ। ২০১৯ সালে ফ্লামেঙ্গোর হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। দক্ষিণ আমেরিকা ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব কোপা লিবার্তোদোরেস জয়ের পাশাপাশি সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার ইতিহাস গড়ে ফ্লামেঙ্গোকে জেতান ঘরোয়া লিগ। তাকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় সম্ভাব্যদের একজন হিসেবে দেখা হচ্ছে।
ফার্নান্দো দিনিজ
অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকায় জাতীয় দলের স্থায়ী কোচ হওয়ার দৌড়ি অনেকখানিক এগিয়ে আছেন ফার্নান্দো দিনিজ। ফ্লুমিনেন্সের এই কোচ এ বছর কোপা লিবার্তোদোরেস জিতলেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরে যান পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে। খেলার কৌশলে মিল থাকায় তাকে ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’ বলা হয়।
যদিও অন্তর্বতীকালীন কোচ হিসেবে এখনো বলার মতো সাফল্য পাননি দিনিজ। সাফল্যের হার ৩৮.৯ শতাংশ। তবে জাতীয় দলের ফুটবলাররা তাকে বেশ পছন্দ করেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সিবিএফকেই।
ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। এরপর থেকে প্রধানের কোচের সন্ধানে আছে সিবিএফ।
মন্তব্য করুন