স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রিদ ডার্বিতে আট গোলের রোমাঞ্চ

জয়সূচক গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত
জয়সূচক গোলের পর রিয়াল মাদ্রিদের ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত

মাদ্রিদ ডার্বিতে রোমাঞ্চ ছড়াবে সেটা তো জানা কথা। তবে সৌদি আরবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের লড়াই যে এতটা উত্তেজনার পারদ ছড়াবে ম্যাচের আগে কেউ বা ভেবেছিল! ৫-৩ গোলের হাইভোল্টেজ লড়াইয়ে রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত জিতেছে রিয়ালই। ঘুরে দাঁড়ানো যে তাদের রক্তে মিশে আছে সেটা ম্যাচের শেষে নিজের মুখেই বলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার (১০ জানুয়ারি) রিয়াদের আল আউয়াল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন অ্যান্তোনিও রুডিগার, ফারলান্ড মেন্ডি, দানি কারভাহাল ও ব্রাহিম দিয়াজ। অ্যাথলেটিকোর হয়ে স্কোরশিটে নাম তোলেন মারিও হারমোসো, আতোয়ান গ্রিজম্যান। এ ছাড়া দুদলই একটি করে আত্মঘাতী গোল করে।

সৌদিতে ২৪ হাজার ফুটবল সমর্থকের সামনে অনুষ্ঠিত হয়ে গেল রোমাঞ্চকর এক সেমিফাইনাল। স্প্যানিশ সুপার কাপের শেষ চারের লড়াইয়ে ৫-৩ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ২-২ গোল সমতায় থাকা ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানে আবারও ঘুরে দাঁড়ানোর চিরচেনা রূপ দেখিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

প্রথমার্ধেই চারটি গোল করেন দুদলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও ১-১ সমতায় শেষ হয় মাদ্রিদ ডার্বি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় রিয়াল-অ্যাথলেটিকো সেমিফাইনাল। তবে অতিরিক্ত সময়ে স্যাভিচের আত্মঘাতী ও ব্রাহিম দিয়াজের গোলে ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৬ মিনিটে গ্রিজমানের কর্নারে গোলের খাতা খোলেন মারিও হারমোসো। তাড়াতাড়ি গোল খেয়ে চাপে পড়ে রিয়াল। তবে লুকা মদ্রিচের কর্নার থেকে চমৎকার হেডে ২০ মিনিটেই লস ব্ল্যাঙ্কোসদের সমতায় ফেরান অ্যান্তোনিও রুডিগার। ২৯ মিনিটের মাথায় ফারলান্দ মেন্দির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তবে ৩৭ মিনিটে দারুণ এক গোলে অ্যাথলেটিকোকে ২-২ সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান।

বিরতি থেকে ফিরে দুই দলই চাপ অব্যাহত রাখে। ৭৮ মিনিটে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। নিজেদের জালেই বল জড়িয়ে দেন রিয়ালের প্রথম গোলের কারিগর রুডিগার। নিশ্চিত হারের ম্যাচে আবারও সমতায় ফেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৮৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান অধিনায়ক দানি কারভাহাল।

ধরেই নেয়া হয়, ম্যাচটা টাইব্রেকারের দিকেই যাচ্ছে। তবে ওিই যে ঘুরে দাঁড়ানো যে রিয়ালের রক্তে। ১১৬ মিনিটে হোসেলুর হেডে স্টেফান সাভিচের শরীরে লেগে বল জড়ায় জালে। এরপর আটলেটিকোর জালে শেষ পেরেক ঠুকে জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের শ্রদ্ধা

১০

একদিনে ‘সুখবর’ পেলেন বিএনপির আরও ১ নেতা

১১

টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস ২০২৬-এর জন্য মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে

১২

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

১৩

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

১৪

টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক

১৫

গ্রি গ্লোবাল বাংলাদেশ পার্টনার’স মিট-২০২৬ সম্পন্ন

১৬

বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন, সেলিমুজ্জামানের শোক

১৭

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

১৮

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

১৯

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

২০
X