স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন ভক্তদের স্কালোনির সুখবর

লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

দিনের শুরু থেকে একের পর এক সুসংবাদ পাচ্ছেন আর্জেন্টাইন সমর্থকরা। প্রত্যাশিত না হলেও ভোটে আর্লিং হলান্ডকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরার পুরস্কার দ্য বেস্ট জেতেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

কিন্তু তার চেয়ে ভালো খবর দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। প্রধান কোচের পদে না থাকার ঘোষণা দিলেও এখনই দায়িত্ব ছাড়ছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর দাবি অন্তত লাতিন মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর বোমা ফাটান স্কালোনি। সরাসরি না বললেও প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রতিবারই গণমাধ্যমে একই ইঙ্গিত দিয়ে গেছেন তিনি।

কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্কালোনি। তার কোচিংয়েই আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তিনি।

চলতি বছর মার্চে চীন সফর আসবে আর্জেন্টিনা। সেই পরিকল্পনা সাজাতেই প্রধান কোচের সঙ্গে বসেছিলেন আর্জেন্টাইন ফুটবল প্রধান। সেখানে আলোচনা হয় জাতীয় দলের কোচের ভবিষ্যৎ নিয়েও।

যদিও আনু্ষ্ঠানিকভাবে কিছু জানায়নি আর্জেন্টিনার ফুটবল। তবে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসের এক সাংবাদিক সামাজিক মাধ্যমে জানান, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও মন্তব্য করেন সেই সংবাদকর্মী। বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলকে হারানোর পর জানিয়েছিলেন দায়িত্ব চালিয়ে যাওয়া তার জন্য জটিল হয়ে উঠেছে।

এ সময়ে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে কোনো না উঠলেও তিনি বেঁকে বসেন। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর খবর ছিল আর্জেন্টাইন ফুটবল প্রধানের সঙ্গে দ্বন্দের। ব্রিটিশ গণমাধ্যম একধাপ এগিয়ে জানিয়েছিলো মেসির সঙ্গে দূরত্ব বেড়েছে তার।

২০১৮ সালের বিশ্বকাপে চরম ব্যর্থতার পর আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব পান স্কারোনি। এ এসময় কোচ হিসেবে খুব একটা পরিচয় ছিল না তার। ছিলো না তেমন অভিজ্ঞতাও। কিন্তু পরে ইতিহাস গড়েন তিনি। তার কোচিং সম্ভাব্য সব শিরোপা জেতে আলবিসেলেস্তারা।

দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে জেতে কোপা আমেরিকার ট্রফি। এরপর তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে জেতে বিশ্বকাপ। মাঝে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জেতে ফিনালেসিমা। এবার মিশন কোপা আমেরিকার ট্রফি ধরে রাখা।

চলতি বছর ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। ১৪ জুলাই হবে ফাইনাল। এর আগে ১৮ থেকে ২৬ মার্চ চীন সফর করবে আর্জেন্টিনা। সেখানে স্বাগতিকদের সঙ্গে ম্যাচ খেলার পাশাপাশি একটি ইউরোপিয়ান দলের বিপক্ষে লড়বেন লিওনেল মেসিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের প্রার্থীকে শোকজ

নির্বাচনের সার্বিক খোঁজখবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

সেতু নির্মাণে অনিয়ম, অভিযানে গেল দুদক

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

হায়ার বাংলাদেশের জাঁকজমকপূর্ণ পার্টনার কনভেনশন অনুষ্ঠিত

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১০

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

১১

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

১২

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

১৩

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

১৪

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১৫

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

১৬

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

১৭

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

১৮

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

২০
X