স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন ভক্তদের স্কালোনির সুখবর

লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

দিনের শুরু থেকে একের পর এক সুসংবাদ পাচ্ছেন আর্জেন্টাইন সমর্থকরা। প্রত্যাশিত না হলেও ভোটে আর্লিং হলান্ডকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরার পুরস্কার দ্য বেস্ট জেতেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

কিন্তু তার চেয়ে ভালো খবর দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। প্রধান কোচের পদে না থাকার ঘোষণা দিলেও এখনই দায়িত্ব ছাড়ছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর দাবি অন্তত লাতিন মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে হারানোর পর বোমা ফাটান স্কালোনি। সরাসরি না বললেও প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রতিবারই গণমাধ্যমে একই ইঙ্গিত দিয়ে গেছেন তিনি।

কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্কালোনি। তার কোচিংয়েই আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তিনি।

চলতি বছর মার্চে চীন সফর আসবে আর্জেন্টিনা। সেই পরিকল্পনা সাজাতেই প্রধান কোচের সঙ্গে বসেছিলেন আর্জেন্টাইন ফুটবল প্রধান। সেখানে আলোচনা হয় জাতীয় দলের কোচের ভবিষ্যৎ নিয়েও।

যদিও আনু্ষ্ঠানিকভাবে কিছু জানায়নি আর্জেন্টিনার ফুটবল। তবে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসের এক সাংবাদিক সামাজিক মাধ্যমে জানান, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও মন্তব্য করেন সেই সংবাদকর্মী। বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলকে হারানোর পর জানিয়েছিলেন দায়িত্ব চালিয়ে যাওয়া তার জন্য জটিল হয়ে উঠেছে।

এ সময়ে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে কোনো না উঠলেও তিনি বেঁকে বসেন। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর খবর ছিল আর্জেন্টাইন ফুটবল প্রধানের সঙ্গে দ্বন্দের। ব্রিটিশ গণমাধ্যম একধাপ এগিয়ে জানিয়েছিলো মেসির সঙ্গে দূরত্ব বেড়েছে তার।

২০১৮ সালের বিশ্বকাপে চরম ব্যর্থতার পর আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব পান স্কারোনি। এ এসময় কোচ হিসেবে খুব একটা পরিচয় ছিল না তার। ছিলো না তেমন অভিজ্ঞতাও। কিন্তু পরে ইতিহাস গড়েন তিনি। তার কোচিং সম্ভাব্য সব শিরোপা জেতে আলবিসেলেস্তারা।

দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে জেতে কোপা আমেরিকার ট্রফি। এরপর তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে জেতে বিশ্বকাপ। মাঝে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জেতে ফিনালেসিমা। এবার মিশন কোপা আমেরিকার ট্রফি ধরে রাখা।

চলতি বছর ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। ১৪ জুলাই হবে ফাইনাল। এর আগে ১৮ থেকে ২৬ মার্চ চীন সফর করবে আর্জেন্টিনা। সেখানে স্বাগতিকদের সঙ্গে ম্যাচ খেলার পাশাপাশি একটি ইউরোপিয়ান দলের বিপক্ষে লড়বেন লিওনেল মেসিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজহারির উদ্বেগ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১০

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১১

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১২

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১৩

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৪

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৬

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৯

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

২০
X