স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:০১ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে ফিলিস্তিনের ইতিহাস

ম্যাচের পর ফিলিস্তিনের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
ম্যাচের পর ফিলিস্তিনের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন যখন কাতারে হওয়া এশিয়ান কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামল তখন ফিলিস্তিনে ইসরায়েলের হামলার ১০০ দিন পেরিয়ে গেছে। সেই ম্যাচে ভালো কিছু করে যুদ্ধবিধস্ত দেশটির সমর্থকদের স্বল্প সময়ের জন্য তৃপ্তি দিতে চেয়েছিল ফিলিস্তিনের ফুটবলাররা। তবে সেই স্বপ্ন ইরানের কাছে শোচনীয় পরাজয়ে পূরণ হয়নি। দলের সবার ইচ্ছে ছিল ভালো কিছু উপহার দেওয়ার। প্রথম ম্যাচে না হলেও শেষ ম্যাচে তা উপহার দিল ফিলিস্তিন। ইতিহাস গড়ে প্রথমবারের মতো তারা পা দিল নকআউট পর্বে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) কাতারের দোহায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ হংকংকে ৩-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এই জয় আবার এশিয়া কাপের ইতিহাসেও তাদের প্রথম জয়। অবশ্য জয়টা তাদের প্রাপ্য ছিল না একথা কেউ বলতে পারবে না।

দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়েই দাপুটে ফুটবল খেলেছে ফিলিস্তিন। ম্যাচে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে ১৯টি শটের বিপরীতে ৭টি লক্ষ্যে রাখে তারা। ফিলিস্তিনের হয়ে জোড়া গোল করেছেন ওদায় দাবাগ। ম্যাচে ১২ ও ৬০ মিনিটে লক্ষ্যভেদ করেছেন এ ফরোয়ার্ড। অন্য গোলটি আসে জাইদ কুনবারের মাথা থেকে।

গ্রুপ সি থেকে অবশ্য প্রথম দুইয়ের মধ্য থেকে পরের পর্ব নিশ্চিত করতে পারেনি ফিলিস্তিন। তৃতীয় হয়েই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে তাদের। তিন ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে ফিলিস্তিনের পয়েন্ট ৪। এই গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের পর্বে গেছে ইরান। আর দ্বিতীয় হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপে অবশ্য অবশ্য ফিলিস্তিনের মতো আমিরাতের পয়েন্টও ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় তারা। ফিলিস্তিন সেরা চার তৃতীয় হওয়া দলের একটি হয়ে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ পেয়েছে।

ইসরায়েলি হামলায় আপনজন হারানো দেশটির অনেক খেলোয়াড় এবং কর্মকর্তারা এই আসরে আছেন। টুর্নামেন্ট শুরুর আগে দারুণ কিছু করে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার কথা বলেছিলেন তারা। নিজেদের সেই প্রত্যয় রাখতে পেরেছেন খেলোয়াড়রা। ইতিহাস গড়েই এশিয়ান কাপের পরের পর্ব নিশ্চিত করেছে তারা।

ম্যাচেরে পর দলের খেলোয়াড় লিনাহ আল-ফাতাহ বলেন- ‘এটি আমাদের দৃঢ়সংকল্প, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস সম্পর্কে অনেক কিছু বলে যে আমরা এই ভাবেও টুর্নামেন্টে ফিরে আসতে পেরেছি।’

ম্যাচটিতে প্রায় সাড়ে ছয় হাজার দর্শক উপস্থিত ছিলেন যাদের সবাই ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁপছে কক্সবাজার

কার নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়, জানাল ডিবি

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বুধবার

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শিক্ষকের বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মুস্তাফিজ ইস্যু : বিসিবিকে ৩ প্রস্তাব দিতে পারে আইসিসি

ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য : মাচাদো

এনইআইআর নিয়ে মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩২

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

১১

জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতা : চিফ প্রসিকিউটর

১২

মেহেরপুর সীমান্ত দিয়ে এক বছরে ৩৭২ জনকে পুশইন

১৩

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১৪

বন্ধুর বউকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরমব্রত

১৫

দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো বৃহস্পতিবার

১৬

নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

১৭

নির্বাচনী তথ্য ও অভিযোগ গ্রহণের দায়িত্বে ইসির ১০ কর্মকর্তা

১৮

শেখ হাসিনা ও তার বাবা এদেশে গণতন্ত্র হত্যা করেছে : সালাহউদ্দিন আহমদ

১৯

২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কিনবে সরকার

২০
X