স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আনচেলত্তির রিয়ালের বেঞ্চও বিশ্বসেরা   

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় পিছিয়ে থেকেও জয় নিয়ে আসাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতেও পিছিয়ে থেকে জয় তুলে এনেছে কার্লো আনচেলত্তির দল। প্রত্যাবর্তনের পর প্রত্যাবর্তন দিয়ে লা লিগার শীর্ষে ওঠা দলটি যে বিশ্বসেরা তাতে কারও সন্দেহ নেই তবে এবার লস ব্লাঙ্কোসদের বেঞ্চকেও বিশ্বসেরা বললেন রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

শনিবার (২৭ জানুয়ারি) লা লিগায় লাস পালমাসকে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরে এসেছে রিয়াল। মৌসুমে দশমবারের মতো প্রত্যাবর্তনের মাধ্যমে খেলা জেতার পর আনচেলত্তি রিয়াল মাদ্রিদ দলের বেঞ্চের খেলোয়াড়দের প্রশংসা করলেন।

গ্রান ক্যানারিয়া স্টেডিয়ামে ৫২ মিনিটে জাভি মুওজ লাস পালমাসকে এগিয়ে দেন, কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র এবং বিকল্প খেলোয়াড় অঁরেলিয়ে চুয়ামেনি গোল করে মাদ্রিদকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। এই ম্যাচে অবশ্য সানপেনশনের জন্য জুড বেলিংহামকে ছাড়াই খেলতে হয়েছে রিয়ালের।

এর আগে গত সপ্তাহে আলমেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর এটি টানা দ্বিতীয় খেলা যেখানে মাদ্রিদ পিছিয়ে থেকে জয় লাভ করল। চ্যাম্পিয়ন্স লিগে তিনবার এবং একবার স্প্যানিশ সুপারকোপা ছাড়াও চলতি লা লিগা অভিযানে ষষ্ঠবারের মতো এমনটা করেছে তারা।

মাদ্রিদ কোচ আনচেলত্তি তার দলের যে কোনো খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সম্পর্কে একটি সংবাদ সম্মেলনে বলেন, এটি আমাদের কাছে একটি হাতিয়ার। বেঞ্চে যেসব খেলোয়াড় আছে তারা সত্যিই আমাদের জয়ে অবদান রাখতে অনুপ্রাণিত হয়ে থাকে।

এটি অবশ্যই ভালো তবে আমরা অবশ্য গোল দিয়ে এগিয়ে থাকা বেশি পছন্দ করব।

তিনি রিয়ালের খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেন, কিন্তু এটা সবসময় সেভাবে আসতে পারে না। যখন এটা না হয়, তখন আমি বেঞ্চের দিকে তাকাতে পারি এবং খেলার গতিশীলতা পরিবর্তন করার জন্য আমার কাছে অনেক বিকল্প আছে কারণ প্রত্যেক খেলোয়াড় এটির জন্য প্রস্তুত। আমার বেঞ্চের খেলোয়াড়দের মানও বিশ্বসেরা।

ম্যারমেরে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে যখন মুনোজ লাস পালমাসকে এগিয়ে দেন, আনচেলত্তি সেই গোলটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে কৃতিত্ব দেন।

আমাদের গোল খাওয়া খেলার গতিশীলতা বদলে দিয়েছে, তিনি যোগ করেছন।

আমরা ইতোমধ্যেই প্রথমার্ধেই সিস্টেম পরিবর্তন করেছি যাতে আরও বিস্তৃত হয়ে খেলতে পারি। এটি একটি দর্শনীয় পারফরম্যান্স ছিল না তবে এটি ভালো ছিল।

আমরা ভুলতে পারি না যে আমরা একটি শীর্ষ দলের বিপক্ষে ছিলাম। লাস পালমাস বল হাতে ভালো এবং এটিকে জেতানো কঠিন। এই মৌসুমে লা লিগার খেলার প্রথমার্ধে তারা মাত্র দুটি গোল খেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজহারির উদ্বেগ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১০

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১১

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১২

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১৩

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৪

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৬

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৯

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

২০
X