কাতারে চলমান এশিয়ার ফুটবল দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি এশিয়ান কাপ অব ফুটবল ১৬ দেশ থেকে নেমে এসেছে আট দেশে। এশিয়ান কাপের শেষ ষোলো থেকে সর্বশেষ দেশ হিসেবে বিদায় নিয়েছে সিরিয়া। সিরিয়ার বিদায়ের মধ্য দিয়ে এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ের কোয়ার্টার ফাইনালের লাইনআপ নিশ্চিত হয়েছে ।
কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের দুটির দিকে অবশ্য ফুটবল অনুরাগীদের অবশ্য নজরে থাকবে বেশি। কোয়ার্টার ফাইনালেই ফাইনালের উত্তাপ ছড়ানো ম্যাচ হতে যাচ্ছে এশিয়ার দুই ফুটবল পরাশক্তি অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার লড়াই। আরেকটি ম্যাচ নজর কাড়ছে সেটি হলো জাপান ও ইরানের মধ্যকার লড়াই। এই চার দলই এশিয়া থেকে বিশ্বকাপে নিয়মিত অংশ নিচ্ছে। তাই সেমির আগেই অন্তত দুই ফেবারিটের বিদায় নিশ্চিত হচ্ছে এই লাইনআপে।
শেষ আটের অন্য দুই লড়াইয়েও বড় প্রতিদ্বন্দ্বীতার আভাস আছে। বর্তমান চ্যাম্পিয়ন এবং স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে উজবেকিস্তান। র্যাঙ্কিং বিবেচনায় কাতার (৫৮) এগিয়ে থাকলেও উজবেকিস্তান (৬৮) ছেড়ে কথা বলবে না। তবে স্বাগতিক হওয়ায় কাতার এগিয়ে থেকেই ম্যাচ শুরু করবে। বর্তমান ফর্ম এবং স্টেডিয়ামের আবহাওয়া বিবেচনায় অবশ্য কাতারকে ফেভারিট ধরাই যায়।
অন্যম্যাচে অবশ্য জর্ডান কিছুটা এগিয়ে থেকে নামবে তাজিকিস্তানের বিপক্ষে। ১০৬এ থাকা তাজিকিস্তানকে এবারের টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজই বলা হচ্ছে। চীনের বিপক্ষে ড্র, লেবানন এবং আরব আমিরাতের বিপক্ষে জয় তাদের নিঃসন্দেহে অনেকটা এগিয়ে রাখবে এই ম্যাচে।
এক নজরে এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ
১. ২ ফেব্রুয়ারি, ২০২৪ তাজিকিস্তান বনাম জর্ডান (বিকেল ৫টা ৩০ মিনিট)
২. ২ ফেব্রুয়ারি, ২০২৪ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ (রাত ৯টা ৩০ মিনিট)
৩. ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ইরান বনাম জাপান (বিকেল ৫টা ৩০ মিনিট)
৪. ৩ ফেব্রুয়ারি, ২০২৪ কাতার বনাম উজবেকিস্তান (রাত ৯টা ৩০ মিনিট)
মন্তব্য করুন