ভারতীয় ক্লাব ফুটবলে হায়দরাবাদ এফসি অতটা পুরোনো নাম নয়। তবে ২০১৯ সালে জন্ম নেওয়া এই দলটি ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সফল একটি ক্লাব। প্রথমদিকে খুব একটা ছন্দময় পারফরম্যান্স না থাকলেও পরে যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যার দরুন, স্প্যানিশ কোচ মানালো মার্কেজের হাত ধরে ২০২২ মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় এই ফুটবল ক্লাব। পরের মৌসুমেও ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল খেলে দলটি। তবে এর পর থেকেই মাঠে এবং মাঠের বাইরে বেশ ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে দলটি।
শুরুতে ভালো খেললেও এবার চলতি মৌসুমে একেবারেই দিশাহারা অবস্থা এই ফুটবল ক্লাবের। বিশেষ করে অর্থনৈতিক সমস্যা জেরে একেবারে বিদ্ঘুটে পরিস্থিতি দেখা দিয়েছে ক্লাব ও ম্যানেজমেন্টের ভিতরে।
মূলত এই কারণেই এই নতুন মৌসুমে দল ছেড়েছেন একাধিক দাপুটে ফুটবলার। এমনকি এই দল ছেড়ে এফসি গোয়ায় পাড়ি দিয়েছেন খোদ দলের কোচ মানালো মার্কেজ। পরে সময় যত এগিয়েছে ততই কমেছে দাপুটে ফুটবলারদের সংখ্যা। বর্তমানে তাদের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে, দলের সাধারণ কর্মচারীদের ও বেতন দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে এই ফুটবল ক্লাবকে। যতদূর শোনা গিয়েছে, বিগত ছয় থেকে সাত মাস বেতন পাননি দলের একাধিক কর্মী। তাই এবার একপ্রকার বাধ্য হয়েই বেতনহীন কর্মীরা এক অভিনব প্রতিবাদের উপায় বেছে নিয়েছেন।
Asking salary a mistake...? #ISL10#IndianFootball #HyderabadFCpic.twitter.com/Te7Ek8cGR3 — Sarath (@_iam_sarath_) February 1, 2024
বেতনের দাবিতে গতকাল হায়দরাবাদ ও গোয়ার ম্যাচের মধ্যেই বিশেষ এক ব্যানার বানানো হয়েছিল ক্লাব কর্মীদের একাংশের তরফ থেকে। যেখানে কর্মীদের প্রাপ্য পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার করুণ আবেদনের উল্লেখ ছিল। স্বাভাবিকভাবেই ম্যাচজুড়ে সেদিকেই দৃষ্টি ছিল সবার। তবে এই ব্যাানার বেশিক্ষণ রাখতে পারেনি তারা। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীদের সহায়তায় মাঠ থেকে বের করে দেওয়া হয় কর্মীদের। জোর করে খুলেও দেওয়া হয় সেই ব্যানার। যা দেখে রীতিমতো নিন্দার ঝড় বইতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হায়দরাবাদের সাবেক কোচ মানোলো মার্কেজ ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে আগের পরিস্থিতি সম্পর্কে বলেন, সমস্যা হলো তাদের ক্লাব পরিচালনা করার জন্য সঠিক লোক নেই।
এদিকে ক্লাবের এক সূত্র জানান, পরিস্থিতি কিছুটা খারাপ এবং আমরা সবকিছু সাজানোর চেষ্টা করছি। এমনকি আজকের ম্যাচটি খেলার অনুমতি পেতে শেষ মুহূর্ত পর্যন্ত লেগেছে। বেতনের সমস্যা আছে তবে আমরা জিনিসগুলো শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করছি। আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।
মন্তব্য করুন