শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তাহলে কি মাদ্রিদেই যাচ্ছেন এমবাপ্পে?

কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে । ছবি : সংগৃহীত

গত কয়েক বছর ধরেই ফুটবলের দলবদলের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে থাকে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। বিশ্বকাপজয়ী এই ফরাসি স্ট্রাইকার পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নাকি পিএসজিতেই- এই আলোচনা গত কয়েব মৌসুম ধরেই ফুটবল সম্পর্কিত খবরের মধ্যে প্রধান হয়ে ছিল। তবে অবশেষে এবার সম্ভবত এই নাটক শেষ হতে চলছে।

ফরাসি জনপ্রিয় সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের দাবি চলতি মৌসুম শেষেই ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। তাদের বরাতে খবর করেছে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ও।

এমবাপ্পের দলবদলের এই নাটককে বলা হচ্ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘ দলবদল। তবে ফরাসি সূত্রের মতে অবশেষে এই দীর্ঘ দলবদল শেষ হচ্ছে। তার বর্তমান ক্লাব পিএসজি সূত্রের মাধ্যমে সংবাদমাধ্যমটি ওই খবর নিশ্চিত করেছে। লা প্যারিসিয়ান বলেন ফ্রান্স অধিনায়ক রিয়ালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে লস ব্লাঙ্কোসদের সঙ্গে এমবাপ্পের চুক্তি কবে হতে পারে, সেটি তারা জানেন না বলেই জানিয়েছেন।

সূত্রটি বলছে, 'বর্তমানে ফ্রান্সের সবচেয়ে বড় পোস্টারবয় বিশ্বের অন্যতম বড় ক্লাবটিতে পরবর্তী মৌসুমেই যোগ দেবেন। বিষয়টি নিয়ে আশাবাদী রিয়াল মাদ্রিদও, ইতোমধ্যে রিয়াল-পিএসজি উভয়পক্ষ পরস্পর যোগাযোগ এবং দরকষাকষিও করছে।’

তার বরাতের করা সেই প্রতিবেদনের পর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

আরেক সংবাদমাধ্যম ইএসপিএনকে তাদের সূত্র জানিয়েছে, সিদ্ধান্তের কথা এখনও পর্যন্ত বর্তমান ক্লাব পিএসজি বা ভবিষ্যৎ ক্লাব রিয়াল—কোনো পক্ষকেই জানাননি এমবাপ্পে। তবে নিজের সিদ্ধান্ত তিনি চূড়ান্ত করে ফেলেছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে জানা গেছে।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে এরই ভেতর খবর প্রকাশিত হয়েছিল— ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দিতে আনুগত্য বোনাস (লয়ালিটি বোনাস) হিসেবে তিনি ১০ কোটি ইউরো দাবি করেছিলেন। যা নিয়ে রিয়ালের সঙ্গে তার দেনদরবারের খবরও জানা যায়। তবে ওই দাবিতে তিনি ছাড় দিয়েছেন বলে জানা যায় পরবর্তী খবরে।

দলবদল বিষয়ে বিশ্বস্ত ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ খুবই কঠোর চেষ্টা চালাচ্ছে। গোপনে এমবাপ্পের সঙ্গে চুক্তি সারার জোর কার্যক্রম অব্যাহত রেখেছে ক্লাবটি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১০

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১১

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১২

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৩

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৪

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৫

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৭

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৮

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৯

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X