স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বেতন নিয়ে রিয়াল-এমবাপ্পের দর-কষাকষি

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

সময় যত যাচ্ছে, নতুন নতুন তথ্য যোগ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের দলবদলে। গণমাধ্যমে দাবি চূড়ান্ত না হলেও ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যাওয়া অনেকটা নিশ্চিত। গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেবেন স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে। রিয়ালও তাকে পেতে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী।

রিয়াল-এমবাপ্পের চুক্তি কেমন হতে পারে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম কাদেনা এসইআর। প্রতিবেদনটিতে আরও বলা হয় এমবাপ্পে না কি রিয়ালের কাছে বেতনের পাশাপাশি মোটা অঙ্কের সাইনিং বোনাসও চেয়েছেন।

এদিকে এবারও হাল ছাড়ছে পিএসজি। চূড়ান্ত ঘোষণা আগে বিশ্বকাপজয়ী তারকাকে ধরে রাখতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ফরাসি ক্লাবটি। যদিও নিটক অতীতে প্রকাশিত খবরগুলো বলছে এবার পিএসজির জন্য কাজটি সহজ হবে না।

স্প্যানিশ গণমাধ্যম কাদেনা এসইআর তাদের প্রতিবেদনে বলছে, ইউরোপের সর্বোচ্চ পারিশ্রামিক পাওয়া ফুটবলার হতে চান এমবাপ্পে। এ কারণে তিনি প্রতি মৌসুমে পাঁচ কোটি ইউরো বেতন দাবি করেছেন। পাশাপাশি রিয়ালের কাছ থেকে সাইনিং বোনাস হিসেবে আরও ১২ কোটি ইউরো চেয়েছেন ফরাসি তারকা। এ ছাড়া ইমেজ স্বত্বের বাড়তি বোনাসও দাবি করেছেন তিনি।

এদিকে, গণমাধ্যমটি জানিয়েছে এমবাপ্পের চাওয়া এবং রিয়াল যা দিতে চায়, তার মধ্যে বিশাল পাথ্যক্য রযেছে। রিয়াল, ফরাসি তারকাকে দেড় কোটি ইউরোর বেতনের পাশাপাশি ৬ কোটি ইউরো সাইনিং বোনাস দিতে চায়। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

এর আগে ২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। তবে তার স্বপ্ন রিয়ালের খেলার। এর আগে বেশ কয়েকবার নিজের স্বপ্নের কথা সরাসরি বলেছেন তিনি। এ কথা জানতে পেরে তাকে কিনতে আগ্রহী হয় রিয়ালও।

গত কয়েক মৌসুম ধরে এমবাপ্পেকে মাদ্রিদে নেওয়ার একাধিক চেষ্টা ব্যর্থ হয় রিয়ালের। ২০২১ সালের জুনে এই তারকার মাদ্রিদ যাওয়া আটকাতে হস্তক্ষেপ করেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট। গত দলবদলে খাদের কিনারায় গিয়ে দাঁড়ায় এমবাপ্পে-পিএসজির সম্পর্ক। রিয়ালে এমবাপ্পের পাঠানো চিঠি নিয়ে ঘটনার সূত্রপাত।

সেই চিঠিতে এমবাপ্পে সাফ জানিয়ে দেন, মেয়াদ শেষ করার পর তিনি পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। জবাবে পিএসজি জানায় চুক্তি না করলে দ্রুত ক্লাব ছাড়তে হবে।

এ টানাপড়েনে প্রাক্-মৌসুমে এশিয়া সফর থেকেও বাদ পড়েন এমবাপ্পে। এমনকি পুরো মৌসুম বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দেওয়া হয়। এ কারণে ফরাসি ফুটবলারদের সংগঠনের তোপেও পড়তে হয় পিএসজিকে। শেষ পর্যন্ত অবশ্য এমবাপ্পে সেই পিএসজিতেই থেকে যান। এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে করেছেন ২৯ গোল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াইফাই পাসওয়ার্ড কি ভুলে গেছেন, দেখে নিন সমাধান

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিচারকদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইবোনের

আমার খুব কান্না আসছে : মিথিলা

জমকালো আয়োজনে ‘যমুনা এসি বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত

পেটব্যথা? হতে পারে এই ৬ রোগ

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল 

‘অভিশপ্ত নীলকুঠি’ এখন অবহেলায় জরাজীর্ণ

সৌদির অনুরোধে সুদান যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ

১০

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

১১

এই রায়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে : বদিউল আলম মজুমদার

১২

রিটার্ন দাখিলে সময় বাকি ১০ দিন, অনলাইনে জমা দেবেন যেভাবে

১৩

শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর

১৪

তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

১৫

শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

১৬

তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল

১৭

জেনে নিন ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন

১৮

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

১৯

শাহরুখের ‘লাকি’ ভাই এখন কোথায়?

২০
X