দলবদল পরবর্তী কাগজ-কলমের হিসেবে শীর্ষ তিন দলের তালিকায় ছিল না মোহামেডান। মাঠের লড়াইয়ে সে হিসাব ভুল প্রমাণ করে যাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আলফাজ আহমেদের কোচিং নিয়মিতই ‘বিগ-ফিশ’ শিকার করছে সাদা-কালো জার্সিধারীরা। গতকাল আবাহনীকে ২-১ গোলে হারিয়ে সে ধারা অব্যাহত রাখল ক্লাবটি।
গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বসুন্ধরা কিংসকে ছিটকে দিয়েছিল মোহামেডান। পরবর্তী সময়ে আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে সমর্থকপুষ্ট দলটি। এ মৌসুমে এক সপ্তাহের ব্যবধানে বসুন্ধরা কিংস ও আবাহনীকে হারালো মোহামেডান। দারুণ এ জয়ের স্মৃতি নিয়ে চলতি মাসেই প্রিমিয়ার লিগে আবাহনীর মোকাবিলা করবে মোহামেডান।
ফেডারেশন কাপে আগেই পরের রাউন্ড নিশ্চিত করেছিল মোহামেডান ও আবাহনী। এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ৩ ম্যাচে ঐতিহ্যবাহী ক্লাবটি শতভাগ জয় তুলে নিয়েছে। হারের ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাচ্ছে আবাহনী।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অসুস্থ মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেকে বাইরে রেখেই খেলতে নেমেছিল মোহামেডান। প্রথমে লিড নিয়েছিল আবাহনী। বিরতির পর ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জিতেছে আলফাজ আহমেদের দল। দুটি গোলই করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে।
কিক-অফের পর প্রথম আক্রমণ আবাহনী করেছিল। ব্রাজিলিয়ান প্লে-মেকার জোনাথন ফার্নান্দেজকে বক্সে প্রবেশের মুখে রুখে দিয়ে বিপদ বড় হতে দেননি নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল টনি। ২০ মিনিটে ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্রান্দাও বক্সে প্রবেশ করে শট নেওয়ার আগেই বিপদমুক্ত করেছেন হাসান মুরাদ। ৩২ মিনিটে জোনাথন ফার্নান্দেজের লং পাসে রহিমুদ্দিনের হেড গ্রিপে নিয়ে মোহামেডানকে অক্ষত রাখেন গোলরক্ষক সাকিব আল হাসান। ৩৮ মিনিটে হাসান মুরাদের কাছ থেকে বল কেড়ে নেওয়া ওয়াশিংটন ব্রান্দাওয়ের পাস ধরে বক্সে ঢুকে কর্নেলিয়াস স্টুয়ার্ট আবাহনীকে এগিয়ে দেন (১-০)।
বিরতির পর, ভিন্ন রূপে হাজির হয় মোহামেডান। প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণ করে ঐতিহ্যবাহী ক্লাবটি। সুফল পেতে মাত্র পাঁচ মিনিটে অপেক্ষা করতে হয়। উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভের ক্রসে বল ধরা এমানুয়েল সানডে আবাহনীর দুই ডিফেন্ডার মিলাদ শেখ ও রহমত মিয়ার মাঝ দিয়ে বক্সে ঢুকে স্কোরলাইন ১-১ করেন। সমতার চার মিনিটের মধ্যে লিড পায় মোহামেডান। হাসান মুরাদের লম্বা থ্রো-ইন আইভরিকোস্টের মিডফিল্ডার দোসো সিদিকের মাথা ঘুরে পোস্টে যাওয়ার মুহূর্তে পা ছোঁয়ান এমানুয়েল সানডে (২-১)।
৬৮ মিনিটে লম্বা থ্রো-ইন থেকে আবাহনীর জাগানো সম্ভাবনা প্রতিহত করে মোহামেডান রক্ষণ। পাল্টা আক্রমণে শাহরিয়ার ইমনের প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। ৭৮ মিনিটে ওয়াশিংটন ব্রান্দাও ক্রস পোস্টে প্রবেশের মুখে ফিরিয়েছেন মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসান।
মন্তব্য করুন