ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ডের পাতা ওলট-পালট করে দিলেন রাসমুস হইলুন্দ। ইপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা ৬ ম্যাচে গোলের কীর্তি গড়েন ম্যানচেস্টার উইনাইটেড ফরোয়ার্ড। ২১ বছর ১৪ দিন বয়সী ডেনিস তরুণের জোড়া গোলে লুটন টাউনকে হারিয়ে টানা চার জয় পেয়েছে এরিক টেন হ্যাগের দল।
রোববার (১৯ ফেব্রুয়ারি) কেনিলওয়ার্থ রোড স্টেডিয়ামে লুটন টাউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানইউ। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেন রাসমুস হইলুন্দ। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান কার্লটন মরিস।
চড়া দামে হইলুন্দকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসে ম্যানইউ। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না ডেনিশ ফরোয়ার্ড। লিগে নিজের প্রথম ১৪ ম্যাচে গোলহীন ছিলেন হইলুন্দ। সেই হইলুন্দই টানা ৬ ম্যাচে স্কোর করলেন। প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে রেকর্ডের পাতায় নাম তুললেন হইলুন্দ। তার দুই গোলে লুটনকে ২–১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থান মজবুত করলো এরিক টেন হ্যাগের দল।
লুটনের মাঠ প্রথম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। কাসেমিরোর পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন হইলুন্দ। ম্যাচের বয়স তখন মাত্র ৩৭ সেকেন্ড! এই গোলেই প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে কম ২১ বছর ১৪ দিন বয়সে টানা ৬ ম্যাচে গোলের কীর্তি গড়েন ম্যানইউ ফরোয়ার্ড। ৭ মিনিটের মাথায় আবারও রেড ডেভিলদের গোল। এবারও গোলদাতা সেই হইলুন্দ।
ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ে দ্রুতই ঘুরে দাঁড়ায় লুটন টাউন। ১৪ মিনিটে ব্যবধান ২-১ করে স্বাগতিকরা। ম্যানইউয়ের জালে বল জড়ান কার্লটন মরিস। দর্শকরা তখন ধরে নিয়েছিল গোলবন্যার এক ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু বাকি সময়ে গোল মিসের মহড়ায় নামে দুদল। স্ট্রাইকারদের ব্যর্থতায় ২–১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে টানা চার জয়ে ২৫ ম্যাচে ম্যানইউয়ের সংগ্রহ ৪৪ পয়েন্ট। আর ২৪ ম্যাচে লুটন টাউনের সংগ্রহ ২০ পয়েন্ট। দিনের প্রথম ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন।
মন্তব্য করুন