ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মোহামেডানে আটকে গেল আবাহনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই অর্ধে করা দুই গোলে লিড নিয়েও মোহামেডানকে হারাতে পারল না আবাহনী। প্রিমিয়ার লিগে দুই দলের লড়াই ২-২ সমতায় শেষ হলো। জোড়া পেনাল্টি গোলে মোহামেডানকে সমতায় ফিরিয়েছেন সুলেমান দিয়াবাতে। দুটি পেনাল্টি নিয়ে অবশ্য বিতর্ক ছিল।

এ নিয়ে টানা চার ম্যাচে মোহামেডানের বিপক্ষে জিততে ব্যর্থ হয়েছে ঢাকা আবাহনী। গত মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম লেগে ২-০ গোলে জয়ের পর চার ম্যাচের তিনটি ড্র হয়েছে। চলতি মাসেই ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েছে ৬ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোনাথন ফের্নান্দেজকে ছাড়াই খেলতে নেমেছিল আবাহনী। এ প্লে-মেকারের স্বদেশি ব্রুনো গনকালভেজ রোচা অবশ্য শূন্যতা ঢেকে দিয়েছেন। ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের দারুণ ফ্রি-কিকে ম্যাচের ৯৭ সেকেন্ডের মধ্যেই লিড নিয়েছিল আবাহনী। বামদিকের টাচ লাইনের কাছাকাছি জায়গা থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে এবারের লিগের দ্রুততম গোল করলেন ব্রাজিলিয়ান ফুটবলার। উত্তেজনার লড়াইয়ে মেহেদী হাসান রয়েলকে কনুই দিয়ে গুঁতো মেরে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন মোহামেডানের ইমানুয়েল সানডে।

ম্যাচের ১১ মিনিটে মুজাফফর মুজাফফরভের ফ্রি-কিক ক্রসবারে লেগে বাইরে যায়। ১৭ মিনিটে মেহেদী হাসানের লম্বা থ্রো-ইন থেকে রাকিব জটলার মধ্যে টোকা দিয়েছিলেন; আবাহনী গোলরক্ষক পাপ্পু হোসেন এ যাত্রায় বিপদ সামাল দেন। ৩৮ মিনিটে ইমানুয়েল টনির ক্রস থেকে সুলেমান দিয়াবাতে গোলমুখে বলে পা ছোঁয়াতে পারেননি; ফিরতি প্রচেষ্টায় মুজাফফরভের ভলি ঝাঁপিয়ে রক্ষা করেন পাপ্পু হোসেন। এক গোলের লিড ধরে রেখে মাঝ বিরতিতে যায় আবাহনী।

বিরতির পর, ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ডানদিক থেকে ওয়াশিংটন ব্রান্দাওয়ের ক্রসে ব্রুনো রোকার হেড গোলরক্ষক সুজন হোসেন ও এমানুয়েল টনির ভুল বোঝাবুঝির সুযোগে কর্নেলিয়াস স্টুয়ার্ট ফাঁকা পোস্টে বল ঠেলেন। ৬২ মিনিটে ইমানুয়েল সানডের শট অল্পের জন্য বাইরে গেলে আরেকটি সুযোগ হারায় মোহামেডান। ৬৮ মিনিটে সুলেমান দিয়াবাতের পেনাল্টি গোলে স্কোরলাইন ২-১ করেন। ইমানুয়েল সানডে বক্সে শট নেওয়ার আগে মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ব্লক করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি সায়মন হাসান সানি। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে ব্রুনো রোকার ফ্রি-কিক গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করলেও পোস্টে লেগে বাইরে গেছে।

৭৯ মিনিটে বক্সে সৃষ্ট জটলা থেকে বল ক্লিয়ার করেছিল আবাহনী। কিন্তু কী কারণে রেফারি সায়মন হাসান সানি পেনাল্টির বাঁশি বাজান—সেটা ঠিক বোঝা যায়নি! এ নিয়ে আবাহনী খেলোয়াড়-কর্মকর্তাদের প্রতিবাদে খেলা আট মিনিট বন্ধ ছিল। ডাগআউট থেকে ম্যানেজার নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করায় লালকার্ড দেখেন। মৌসুমে এটা ছিল জাতীয় দলের সাবেক ফুটবলারের দ্বিতীয় লালকার্ড। স্বাধীনতা কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষেও রেফারি সায়মন হাসানই প্রথম লাল কার্ড দেখিয়েছিলেন তাকে। শেষ পর্যন্ত স্পট-কিক থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন সুলেমান দিয়াবাতে।

৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল মোহামেডান। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পাঁচশ মিসাইলের মধ্যে ২০০টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত?

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে : মুরাদ

সদস্যপদ নবায়ন কার্যক্রম গতিশীল করতে বৈঠক বিএনপির

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি : আমিনুল হক

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিএসসিসির সঙ্গে এনজিও’র সমঝোতা সই

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ 

জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী উদ্বোধন / শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক আর আসবে কিনা সন্দেহ আছে : এবি পার্টি

১০

ঢাকায় মানি এক্সচেঞ্জ কর্মীর পরিকল্পনায় ৫ লাখ রিয়াল ছিনতাই

১১

৭ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অতঃপর...

১২

সিলেটে জেলা প্রশাসকের অপসারণ চাইলেন সাবেক মেয়র আরিফুল

১৩

প্রবাসীদের বড় সুখবর দিল সরকার 

১৪

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

১৫

আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ সাবেক মেয়রের

১৭

ফুটবল উন্নয়নে মরোক্কার সহযোগিতার প্রস্তাব

১৮

এনডিপিতে পাল্টাপাল্টি বহিষ্কার / সমমনা জোট থেকে আবু তাহেরকে অব্যাহতি

১৯

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

২০
X