শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মোহামেডানে আটকে গেল আবাহনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই অর্ধে করা দুই গোলে লিড নিয়েও মোহামেডানকে হারাতে পারল না আবাহনী। প্রিমিয়ার লিগে দুই দলের লড়াই ২-২ সমতায় শেষ হলো। জোড়া পেনাল্টি গোলে মোহামেডানকে সমতায় ফিরিয়েছেন সুলেমান দিয়াবাতে। দুটি পেনাল্টি নিয়ে অবশ্য বিতর্ক ছিল।

এ নিয়ে টানা চার ম্যাচে মোহামেডানের বিপক্ষে জিততে ব্যর্থ হয়েছে ঢাকা আবাহনী। গত মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম লেগে ২-০ গোলে জয়ের পর চার ম্যাচের তিনটি ড্র হয়েছে। চলতি মাসেই ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েছে ৬ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোনাথন ফের্নান্দেজকে ছাড়াই খেলতে নেমেছিল আবাহনী। এ প্লে-মেকারের স্বদেশি ব্রুনো গনকালভেজ রোচা অবশ্য শূন্যতা ঢেকে দিয়েছেন। ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের দারুণ ফ্রি-কিকে ম্যাচের ৯৭ সেকেন্ডের মধ্যেই লিড নিয়েছিল আবাহনী। বামদিকের টাচ লাইনের কাছাকাছি জায়গা থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে এবারের লিগের দ্রুততম গোল করলেন ব্রাজিলিয়ান ফুটবলার। উত্তেজনার লড়াইয়ে মেহেদী হাসান রয়েলকে কনুই দিয়ে গুঁতো মেরে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন মোহামেডানের ইমানুয়েল সানডে।

ম্যাচের ১১ মিনিটে মুজাফফর মুজাফফরভের ফ্রি-কিক ক্রসবারে লেগে বাইরে যায়। ১৭ মিনিটে মেহেদী হাসানের লম্বা থ্রো-ইন থেকে রাকিব জটলার মধ্যে টোকা দিয়েছিলেন; আবাহনী গোলরক্ষক পাপ্পু হোসেন এ যাত্রায় বিপদ সামাল দেন। ৩৮ মিনিটে ইমানুয়েল টনির ক্রস থেকে সুলেমান দিয়াবাতে গোলমুখে বলে পা ছোঁয়াতে পারেননি; ফিরতি প্রচেষ্টায় মুজাফফরভের ভলি ঝাঁপিয়ে রক্ষা করেন পাপ্পু হোসেন। এক গোলের লিড ধরে রেখে মাঝ বিরতিতে যায় আবাহনী।

বিরতির পর, ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ডানদিক থেকে ওয়াশিংটন ব্রান্দাওয়ের ক্রসে ব্রুনো রোকার হেড গোলরক্ষক সুজন হোসেন ও এমানুয়েল টনির ভুল বোঝাবুঝির সুযোগে কর্নেলিয়াস স্টুয়ার্ট ফাঁকা পোস্টে বল ঠেলেন। ৬২ মিনিটে ইমানুয়েল সানডের শট অল্পের জন্য বাইরে গেলে আরেকটি সুযোগ হারায় মোহামেডান। ৬৮ মিনিটে সুলেমান দিয়াবাতের পেনাল্টি গোলে স্কোরলাইন ২-১ করেন। ইমানুয়েল সানডে বক্সে শট নেওয়ার আগে মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ব্লক করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি সায়মন হাসান সানি। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে ব্রুনো রোকার ফ্রি-কিক গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করলেও পোস্টে লেগে বাইরে গেছে।

৭৯ মিনিটে বক্সে সৃষ্ট জটলা থেকে বল ক্লিয়ার করেছিল আবাহনী। কিন্তু কী কারণে রেফারি সায়মন হাসান সানি পেনাল্টির বাঁশি বাজান—সেটা ঠিক বোঝা যায়নি! এ নিয়ে আবাহনী খেলোয়াড়-কর্মকর্তাদের প্রতিবাদে খেলা আট মিনিট বন্ধ ছিল। ডাগআউট থেকে ম্যানেজার নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করায় লালকার্ড দেখেন। মৌসুমে এটা ছিল জাতীয় দলের সাবেক ফুটবলারের দ্বিতীয় লালকার্ড। স্বাধীনতা কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষেও রেফারি সায়মন হাসানই প্রথম লাল কার্ড দেখিয়েছিলেন তাকে। শেষ পর্যন্ত স্পট-কিক থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন সুলেমান দিয়াবাতে।

৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল মোহামেডান। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১০

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১১

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১২

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৩

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৪

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৫

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৬

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৭

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৮

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৯

এই আলো কি সেই মেয়েটিই

২০
X