বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যদের উপস্থিতিতে ২০২৪-২৫ সালের জন্য নতুন সভাপতি হিসেবে কনক রায় ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
ফুটবল সমর্থকদের এ সংগঠনের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. জালাল হোসেন লাইজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। এ সময় সংগঠনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সদস্যরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পরে এজেন্ডা অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব আনা হয়। কণ্ঠ ভোটে সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের সদস্য মো. আমানউল্লাহ নতুন কমিটির সভাপতি হিসেবে কনক রায়ের নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা কণ্ঠভোট এবং হাত উত্তোলনের মাধ্যমে সম্মতি প্রকাশ করেন। মো. শরিফুল ইসলাম পরে মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহাদাত হোসেনের নাম প্রস্তাব করলে কণ্ঠভোট এবং হাত উত্তোলনের মাধ্যমে সকলে সম্মতি দেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনার অফিসিয়ালি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে কনক রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেন।
সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য মহিদুর রহমান মিরাজ, দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ খোকন, ওয়ারী ক্লাবের ফুটবল সম্পাদক জহিরুল হক সুমন, বর্ষীয়ান ক্রীড়া সংগঠক সাব্বির হোসেন, হেলাল উদ্দিন হেলু, এনামুল হক, রহমতুল্লাহ খোকন এবং ঢাকা মহানগরী লীগ কমিটির এক্সিকিউটিভ মাসুদুর রহমান।
মন্তব্য করুন