এবারের মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে হারের মুখ না দেখা ইন্টার মায়ামির অপরাজিত থাকার পেছনে সবচেয়ে বড় অবদান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির। বিশ্বজয়ী এই তারকা মায়ামির জন্য যে কতটা বড় সম্পদ তা বোঝা যায় মেসি না থাকায় মায়ামির খেলার ধরনে। যেমনটি দেখা গেল মায়ামির সর্বশেষ ম্যাচে।
চোটের কারণে মন্ট্রিয়েলের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে মায়ামির দলে ছিলেন না মেসি। দলের প্রাণভোমরাকে ছাড়া ইন্টার মায়ামিও পারেনি নিজেদের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ রেখে জিততে। লিগে চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চম ম্যাচে এসে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেল ফ্লোরিডার দলটি।
মেজর লিগ সকারে রোববার (১০ মার্চ) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মন্ট্রিয়েলেরে বিপক্ষে ২-৩ গোলে পরাজয় বরণ করতে হয়েছে ইন্টার মায়ামির। ম্যাচটির দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে হয়েছে চার গোল।
এমএলএসে আগে থেকেই সন্দেহ ছিল এই ম্যাচে মেসি খেলবেন না। আগের ম্যাচে চোটে নিয়ে শঙ্কার পরেও ভক্তদের আশা ছিল মেসি খেলবেন। তবে ভক্তদের আশা ভঙ্গ করে মেসি ম্যাচটি খেলেননি। সংবাদমাধ্যমের খবর ন্যাশভিলের বিপক্ষে ২-২ ড্র হওয়া ম্যাচে হাঁটুর নিচে চোট পান মেসি। এই ম্যাচে তাই ঝুঁকি না নিয়ে কাতার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা মহাকারকাকে বিশ্রামে রাখেন কোচ।
এই ম্যাচ না খেললেও মেসি স্ত্রীকে নিয়ে গ্যালারিতে বসে দলের হারের সাক্ষী হয়েছেন।
মেসি ছাড়াও শুরুর একাদশে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজও ছিলেন না। বলের দখল ও আক্রমণে মন্ট্রিয়েলকে নাকানি চুবানি খাওয়ালেও বাজে ফিনিশিংয়ে ভুগে মন্ট্রিয়েলের সঙ্গে শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি।
ম্যাচ শুরুর ১৩ মিনিটের মাথায় ফার্নান্দো আলভারেজের গোলে লিড নেয় মন্ট্রিয়েল। এরপর গোল শোধের সর্বোচ্চ চেষ্টার পরেও সাফল্য পাচ্ছিল না টাটা মার্টিনোর শিষ্যরা। শেষে বাধ্য হয়েই ফেদেরিকো রেদোন্দোকে তুলে নিয়ে ৬৬তম মিনিটে বুসকেটসকে মাঠে নামান মায়ামির আর্জেন্টাইন কোচ।
বুসকেটসকে নামানোর পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে মায়ামি। স্যান্ডারল্যান্ডের বাড়ানো বলে মায়ামির স্বস্তির গোলটি করেন স্ট্রাইকার লিওনোর্দো কাম্পানা। তবে চার মিনিটের মাথায় মন্ট্রিয়েল আবারো এগিয়ে যায়। তিন মিনিট পরেই সফরকারীদের ব্যবধান আরও বাড়ান সুনুসি ইব্রাহিম।
স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ায় মায়ামির সব আশা যখন প্রায় শেষের দিকে তখন বদলি নামেন সুয়ারেজ। দুই মিনিটের মাথায় গোল করে আবারও ইন্টার সমর্থকদের আশা দেখান জর্দি আলবা। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ভলিতে জালে বল পাঠান বার্সেলোনার সাবেক এই লেফট ব্যাক। পরে চেষ্টা চালিয়েও আর জালের দেখা পায়নি মায়ামি। শেষ পর্যন্ত তাই হতাশাই সঙ্গী দলটির।
সব মিলিয়ে চার ম্যাচে দুটি জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষেই আছে মায়ামি। এক ম্যাচ কম খেলে সমান ৭ পয়েন্ট করে আছে মন্ট্রিয়েলসহ আরও চার দলের।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসি খেলতে পারবেন কি না সেইটাই এখন মায়ামি সমর্থকদের বড় প্রশ্ন। প্রথম লেগে দুই গোলে পিছিয়ে পড়েও মেসি ও সুয়ারেসের গোলে ২-২ ড্র নিয়ে ফিরেছিল মায়ামি
মন্তব্য করুন