স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৩:২৬ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা কোচ, তবুও তারা কেন বেকার?

আন্তোনিও কন্তে (বাঁয়ে), জিনেদিন জিদান (মাঝে) ও হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
আন্তোনিও কন্তে (বাঁয়ে), জিনেদিন জিদান (মাঝে) ও হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

ফুটবল সবসময় সুন্দর। ফলাফল ভালো হলে, বেড়ে যায় আত্মবিশ্বাস। তখন এটি পৃথিবীর সেরা কাজ। আবার পারফরম্যান্স খারাপ হলে, দ্রুত বদলে যায় পরিস্থিতি। সর্বপ্রথম চাকরি হারান কোচরা। নির্মম এই বাস্তবতা মেনে নিতে হয় বিশ্বসেরা কোচদের।

পুরোনো কৌশল, সমর্থকদের অসন্তোষ বা শুধু দুর্ভাগ্যের কারণে বেকার জীবনযাপন করেন অনেক নামিদামি কোচ।

০৭. জোয়াকিম লো ১৫ বছর জার্মানি জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। জার্মানদের অনেক সাফল্যের কারিগর জোয়াকিম লো। ২০০৮ সালে তার অধীনে ইউরোপ মহাদেশীয় টুর্নামেন্টর ইউরো কাপ জেতে জার্মানি। এ ছাড়া ২০১৪ সালে জার্মানদের বিশ্বকাপ জেতানো তার সবচেয়ে বড় সাফল্য।

২০২১ সালে থেকে বেকার জীবন পার করছেন তারকা এই কোচ। ২০০৪ সালে সর্বশেষ ফুটবলে কোচের দায়িত্ব পালন করেন তিনি। এ জন্য আবারও ক্লাব ফুটবল ফিরবেন এমনটা বলা যাচ্ছে না।

০৬. ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জুভেন্তাসে দ্বিতীয় মেয়াদের সমাপ্তি হলো অ্যালেগ্রি। ইতালিয়ান ক্লাবটির হয়ে বেশ কিছু অর্জন রয়েছে তার। তার কৌশলে নান্দনিকতার ছোঁয়া পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে ক্লাবটির সমর্থকদের। নতুন চাকরির খোঁজে গেলে এ নিয়ে কিছুটা বিপাকে পড়েন তিনি।

দুই মেয়াদে ৮ বছরে জুভেন্তাসকে ৫টি লিগ শিরোপা ও ৪টি কোপা ইতালিয়ান জেতান অ্যালেগ্রি।

০৫. আন্তোনিও কন্তে ইন্টার মিলান ও চেলসিতে তার সাফল্য তাকে দিয়েছে ইউরোপের অন্যতম সেরা কোচের তকমা। ইংলিশ ক্লাব টটেনহাম ও আন্তোনিও কন্তের মধ্যে যে বোঝাপড়া হবে না, তা আগে ধারণা করা হয়েছিল। ২০০৮ সালের পর কোনো ট্রফি নেই দলটির। ইতালিয়ান কোচের ট্রফি জয়ের বাড়তি প্রেরণা এগিয়ে রেখেছিল।

অনেকের ধারণা ছিল কন্তের প্রেরণায় অনুপ্রাণিত হবেন দলের ফুটবলাররা। কিন্তু কিছুদিন পর ভুল প্রমাণিত হয় তা। ফলে ২০২৩ সালে মার্চে পারস্পরিক সমঝোতায় বিদায় নেন তিনি।

০৪. হ্যান্সি ফ্লিক বেশ সফলতার সঙ্গে বায়ার্ন মিউনিখের দায়িত্ব পাল করছিলেন তিনি। সে সময় জোয়াকিম লোর অধীনে খারাপ সময় যাচ্ছে জার্মানির। ফলে জার্মান জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়ে জার্মানি।

এরপর তার অধীনে ধারাবাহিকভাবে বাজে ফলাফল করছিল জার্মানরা। ফলে তাকে বরখাস্ত করে জার্মানি ফুটবল ফেডারেশন। এরপর থেকে বেকার জীবন পার করছেন তিনি।

০৩. হোসে মরিনহো আধুনিক ফুটবলের সেরা কোচদের একজন তিনি। রিয়াল মাদ্রিদ, চেলসি, পোর্তো, ম্যানইউ, ইন্টার মিলান, টটেনহাম ও রোমার মতো বড় বড় ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন মরিনহো। কিন্তু বর্তমান কর্মহীনদের মধ্যে অন্যতম তিনি।

০২. টমাস টুখেল জার্মান এই কোচের অধীনে দীর্ঘদিন পর শিরোপাহীন থাকল বায়ার্ন মিউনিঝ। বেয়ার লেভারসুজেনের কাছে হারিয়েছে লিগ শিরোপা। রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাভারিয়ানরা বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে।

চলতি মৌসুমে বায়ার্নের সঙ্গে তার চুক্তিমেয়াদ শেষ হবে। ফলে আবারও বেকার হয়েছে পড়বেন টমাস টুখেল। যদিও তার প্রতি আগ্রহ রয়েছে অনেক ক্লাবের।

০১. জিনেদিন জিদান ফুটবলের বর্তমান বাজারে বিশ্বের অন্যতম সেরা জিনেদিন জিদান। ২০১৬ থেকে ২০১৮, এই দুই মৌসুমে রিয়ালের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। এ সময় স্প্যানিশ লা লিগাসহ সর্বমোচ ৯টি শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

২০১৯ সালে দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব নেন তিনি। এবার ছিলেন সফল। এসময় রিয়ালকে সম্ভাব্য সব শিরোপা জিতিয়ে আবার কোচের দায়িত্ব ছাড়েন ২০২১ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতরা

দলের প্রতি অন্ধ হয়ে নিজেকে বন্ধক দিবেন না : সারজিস

স্বাস্থ্য পরামর্শ / জরায়ুমুখের ক্যান্সার: একটি নীরব ঘাতক

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ঢাবিতে ‘বাংলা সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার : নয়ন

১০

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

১১

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না : বিমান বাহিনী প্রধান

১২

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

১৩

সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন

১৪

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

১৫

‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের

১৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

১৭

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

১৮

ফেসবুকে লাইক বাড়াতে ‘ড. ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই’ প্রচার

১৯

শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা আরও ৬৮ কলেজের নাম পরিবর্তন

২০
X