স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালের জার্সিতে এমবাপ্পের অভিষেক কবে?

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সময় সোমবার (৩ জুন) মধ্যরাতে কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটলো দীর্ঘ প্রতিক্ষার একটি গল্পের।

একটি-দুটি নয় দীর্ঘ সাত বছর ধরে স্প্যানিশ জায়ান্টদের জার্সি পড়ার স্বপ্ন দেখছিলেন তিনি। এখন সাদা-কালো জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ফরাসি তার। প্রশ্ন হচ্ছে রিয়ালের বিখ্যাত জার্সিতে কবে অভিষেক হবে এমবাপ্পের?

তবে খুব দ্রুত হওয়ার স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে অভিষেক হওয়ার সুযোগ কম। এতে তো শেষ হয়েছে ক্লাব ফুটবলের মৌসুম। তার উপর আগামী ১৪ জুন থেকে জামার্নিতে শুরুতে ইউরো চ্যাম্পিয়নশিপ।

স্বাভাবিকভাবে ইউরোপ সেরার মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষ না হওয়া পযর্ন্ত রিয়ালে যোগ দিতে পারবেন না ফরাসি তারকা।

অবশ্য ফ্রান্সের পারফরম্যান্সের উপর নির্ভর করছে অনেক কিছু। যদি ইউরো সেমিফাইনালে আগে বিদায় নেয় ফরাসিরা, তাহলে প্রাক-মৌসুম সফলে রিয়ালের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন এমবাপ্পে।

আর টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলে যুক্তরাষ্ট্রে সফরে ৩১ জুলাই ইন্টার মিলান, ৩ আগস্ট বার্সেলোনা এবং ৬ আগস্ট চেলসির নামা হবে না ফরাসি তারকা।

যদি ইউরোতে ফ্রান্স সেমিফাইনালে খেলে তাহলে ১৪ আগস্ট স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে প্রথমবারের মতো নামতে পারবেন তিনি। সেদিন পোল্যান্ডে ইতালিয়ান আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ শিরোপা দিয়ে নিজের অভিষেক রাঙানোর সুযোগ রয়েছে এমবাপ্পের।

আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রিয়াল মাদ্রিদের সমর্থকদের হৃদয়ে। এমবাপ্পেকে কবে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবে স্প্যানিশ জায়ান্টরা। মূলত ইউরোর পরে হবে সব আনুষ্ঠানিকতা। সান্তিয়াগো বার্নাব্যুতে তার তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৫ বা ১৬ জুলাই।

সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের আলোয় ফুটবলকে আলোকিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। ছিলেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এমনকি লিওনেল মেসি ও নেইমারের মতো তারকা দলে থাকার পরও টানা ৬ মৌসুম ধরে ক্লাবের সর্বোচ্চ স্কোরার তিনি।

ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সমান উজ্জ্বল এমবাপ্পে। ২০১৮ সালে জেতেন বিশ্বকাপ, ২০২১ সালে জেতেন উয়েফা নেশনস লিগ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হলেও ৮ গোল করে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট।

২৫৬ গোল করে প্যারিসের ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা তিনি। গত ৭ মৌসুমে লিগ শিরোপাসহ ফরাসি ক্লাবটির হয়ে জিতেছেন ১৭টি শিরোপা। কিন্তু জেতা হয়নি ইউরোপ সেরার পুরস্কার চ্যাম্পিয়নস লিগ। সেই আক্ষেপ ঘুচাতে রিয়ালে যোগ দিয়েছেন তিনি। এবার হয়তো পুরন হবে তার স্বপ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

১০

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১১

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১২

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১৩

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৪

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৫

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৭

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৯

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

২০
X